For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলপাইগুড়ি ভেঙে আলাদা জেলা হচ্ছে আলিপুরদুয়ার, বিজ্ঞপ্তি শীঘ্রই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আলিপুরদুয়ার
কলকাতা, ১ জুন: ১৯ থেকে বেড়ে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা হচ্ছে ২০!

জলপাইগুড়ি ভেঙে আলাদা জেলা হচ্ছে আলিপুরদুয়ার। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এ কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত ওইদিন বা তার পরের দিনই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করবে। এর জেরে আলিপুরদুয়ারের মানুষের দীর্ঘদিনের দাবি স্বীকৃতি পাবে।

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই যে তিনটি বড় জেলাকে ভাঙার চিন্তাভাবনা করেছিলেন, সেইগুলি হল বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়ি। বর্ধমান ভেঙে দুর্গাপুর-আসানসোল, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়। বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর ভেঙে এখনই নতুন জেলা গঠনের সম্ভাবনা নেই নানা জটিলতার কারণে। কিন্তু জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার গঠনের সিদ্ধান্ত শীঘ্র কার্যকর হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন। আর মঙ্গলবার আলিপুরদুয়ার সফরে গিয়ে মাদারিহাটে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানেই জমির পাট্টা বিলি করবেন। লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করায় মুখ্যমন্ত্রী এখানকার মানুষকে নতুন জেলা উপহার দিচ্ছেন বলে ওয়াকিবহাল মহলের খবর।

কেমন হবে আলিপুরদুয়ার জেলার বিন্যাস? প্রথমেই ধূপগুড়ির বিন্নাগুড়ি ও মাকোয়াঝোড়া গ্রাম পঞ্চায়েত দু'টি মাদারিহাট ব্লকের সঙ্গে যুক্ত করা হবে। মাদারিহাট, আলিপুরদুয়ার ১ নম্বর ও ২ নম্বর, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি এবং বীরপাড়া ব্লক নিয়ে গঠিত হবে আলিপুরদুয়ার জেলা। আর বাকি জলপাইগুড়ি জেলায় থাকবে সাতটি ব্লক। মাল, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাটিয়ালি এবং নাগরাকাটা।

আলিপুরদুয়ার আলাদা জেলা ঘোষিত হওয়ার পর সেখানে জেলা আদালত তৈরি করতে হবে। এ জন্য অবশ্য কলকাতা হাই কোর্টের অনুমতি প্রয়োজন। এই অনুমতি আদায়ে রাজ্য সরকার সচেষ্ট হয়েছে। নতুন জেলা গঠিত হওয়ার পর সেখানকার পরিকাঠামো উন্নয়নে আলাদা অর্থ বরাদ্দ করবে রাজ্য সরকার।

English summary
Alipurduar to be separate district, notification likely in next week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X