For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন জেলা আগে করোনা-‘মুক্ত’ হবে বাংলায়, জোর টক্কর সক্রিয়ের সংখ্যায়

ঝাড়গ্রামে টানা সাতদিন কোনও করোনা সংক্রমণ হয়নি। কিন্তু রাজ্যে করোনামুক্ত জেলার লড়াইয়ে ঝাড়গ্রামকে টেক্কা দিতে চলেছে অপর দুই জেলা।

  • |
Google Oneindia Bengali News

ঝাড়গ্রামে ফেব্রুয়ারিতে মাত্র ২ জন করোনা সংক্রমিত হয়েছেন। কিন্তু রাজ্যে করোনামুক্ত জেলার লড়াইয়ে ঝাড়গ্রামকে টেক্কা দিতে চলেছে অপর দুই জেলা। আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে জোর টক্কর চলছে- কোন জেলায় আগে সক্রিয়ের সংখ্যা শুন্য হয়। এই দুই জেলার কাছাকাছিই রয়েছে কোচবিহার।

কোন জেলা আগে করোনা-‘মুক্ত’ হবে বাংলায়, জোর টক্কর

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১৩৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৫। উত্তর ২৪ পরগনায় ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমেছে অনেকটাই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৯০ জন। এদিন কোনও মৃত্যু নেই। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪৯৭। এদিন মৃতের সংখ্যা বাড়েনি।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৮৫৮২। শুধু এদিনই কলকাতায় ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৯০ জনের। এদিন কোনও মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৪৪১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৮০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২২৫৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২ জন। মৃত্যু হয়েছে মোট ২৪৯৭ জনের। এদিন মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৯০৪১জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০০৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭০৯৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫৬৫৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫ জন। হুগলিতে ৯ জন বেড়ে আক্রান্ত ২৯৫৬৬ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৭০৩, কোচবিহারে ১১৮৩০, দার্জিলিংয়ে ১৮৩৮৯, কালিম্পংয়ে ২২২৯, জলপাইগুড়িতে ১৪৬৭৬, উত্তর দিনাজপুরে ৬৬৫৪, দক্ষিণ দিনাজপুরে ৮১৭৫, মালদহে ১২৬৭৭, মুর্শিদাবাদে ১২২৮৬, নদিয়ায় ২২৫৮৯, বীরভূমে ১০০১০, পুরুলিয়ায় ৭২২২, বাঁকুড়ায় ১১৯০৫, ঝাড়গ্রামে ৩০৪২, পশ্চিম মেদিনীপুরে ২০২১১, পূর্ব মেদিনীপুরে ২০৬৫৭, পূর্ব বর্ধমানে ১২৬৫২, পশ্চিম বর্ধমানে ১৬৩১০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

সক্রিয়-শূন্য! লড়াইয়ে আলিপুরদুয়ার-দক্ষিণ দিনাজপুর
ঝাড়গ্রামে ফেব্রুয়ারিতে মাত্র ২ জন সংক্রমিত হয়েছেন। টানা আটদিন এই জেলায় নতুন করে থাবা বসাতে পারেনি করোনা। তবে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার করোনা মুক্ত হওয়ার লড়াইয়ে ঝাড়গ্রামকে টেক্কা দিচ্ছে। আলিপুরদুয়ারে করোনা সক্রিয় মাত্র ৬ জন। দক্ষিণ দিনাজপুরের মাত্র তিনজন। তারপরেই আছে কোচবিহারে ১১ জন। আর ঝাড়গ্রাম আছে তারপরে ১৮ জন। ১৯ জন করোনা সক্রিয় কালিম্পংয়ে।

English summary
Alipurduar or South Dinajpur- Which district will be corona-free fastest in West Bengal. Corona Update of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X