For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো উপলক্ষ্যে আগে থেকেই কড়া ব্যবস্থা গ্রহণ আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দুর্গাপুজো উপলক্ষ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলোর রোশনাই থাকলেও কিন্তু পুজো প্যান্ডেলগুলিতে ডিজে বাজানো নিয়ে ফতোয়া জারি করল আলিপুরদুয়ার জেলার পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজো উপলক্ষ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলোর রোশনাই থাকলেও কিন্তু পুজো প্যান্ডেলগুলিতে ডিজে বাজানো নিয়ে ফতোয়া জারি করল আলিপুরদুয়ার জেলার পুলিশ। দুর্গা পুজোতে ডিজে মাইক বাজানো যাবে না।

দুর্গাপুজো উপলক্ষ্যে আগে থেকেই কড়া ব্যবস্থা গ্রহণ আলিপুরদুয়ার জেলা প্রশাসন

আলিপুরদুয়ার জেলায় আজ আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে পুজো নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে আলিপুরদুয়ার জেলাশাসক, আলিপুরদুয়ার পুলিশ সুপার সহ দমকল আধিকারিক, বিভিন্ন থানার ওসি ও পুজো কমিটির উদ‍্যোক্তারা উপস্থিত ছিলেন। মিটিংয়ে পুজো কমিটির উদ‍্যোক্তাদের জানানো হয় ডিজে মাইক বাজানো চলবে না।

এছাড়া পুজো প‍্যান্ডেলে সিসিটিভি ক‍্যামেরা বসাতে হবে। এছাড়া আরো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। বড় পুজো কমিটিকে বলা হয়েছে প্রবেশ ও বাহিরে সিসিটিভি ক‍্যামেরা বসাতে।

[আরও পড়ুন:দক্ষিণ ভারতে জঙ্গি হামলার আশঙ্কা, চরম সতর্কতা কেরলে, জানাচ্ছে সেনা][আরও পড়ুন:দক্ষিণ ভারতে জঙ্গি হামলার আশঙ্কা, চরম সতর্কতা কেরলে, জানাচ্ছে সেনা]

এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি কিছু সিসিটিভি ক‍্যামেরা বসানো হবে।
অন্যদিকে প্রশাসনের ডিজে নিয়ে ফতোয়া জারি করা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ, গত বছর ছয়টি পুজো কমিটির ডিজে পুলিশ আটক করেছিল। এছাড়া প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ডিজে অত্যধিক পরিমাণে ব্যবহার করা হয়েছিল। এমন কথাও বলেছেন পরিবেশ প্রেমী।

English summary
Alipurduar gears up for Durga Puja preparations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X