For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮০ কিমি বেগে ধেয়ে আসছে 'অকাল'-ঝড়! ফাগুনেও কালবৈশাখীর দাপট অব্যাহত

সবে শীত বিদায় নিয়েছে, বসন্তের আগমন ঘটেছে বাংলার আকাশে। গরমের এখনও কোথায় কী! এবার চৈত্রের অনেক আগেই ফাল্গুনের শুরুতে আবির্ভূত হয়েছে কালবৈশাখী।

  • |
Google Oneindia Bengali News

সবে শীত বিদায় নিয়েছে, বসন্তের আগমন ঘটেছে বাংলার আকাশে। গরমের এখনও কোথায় কী! এবার চৈত্রের অনেক আগেই ফাল্গুনের শুরুতে আবির্ভূত হয়েছে কালবৈশাখী। দিন নেই, রাত নেই- যখন তখন কালবৈশাখী হানা দিচ্ছে বাংলায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গজুড়ে ধেয়ে আসছে ঝড়।

শক্তি বাড়িয়ে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! ফাগুনেও কালবৈশাখীর দাপট অব্যাহত

পূর্বাভাস অনুসারে রাঢ়বঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে বুধবারও। আগামী ২৪ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইতে পারে ঝড়।

একইসঙ্গে মাঝারি ও হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহবিদরা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

রবিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে ঝড়ও আঘাত হেনেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। প্রাণহানির ঘটনাও ঘটেছে এ বছরের প্রথম কালবৈশাখীতে। সোমবারও দিনভর বৃষ্টির দাপটের পর মঙ্গলবারও আকাশের মুখভার ছিল। এখন বুধবার কালবৈশাখী কী রূপে আবির্ভূত হয়, সেদিকেই তাকিয়ে বাংলা।

English summary
Alipur Weather office forecasts storm can rush in Bengal due to kalbaishakhi. Weather condition will remain very bad on Wednesday also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X