For Quick Alerts
For Daily Alerts
রাজীব কুমারকে রক্ষাকবচ দিল না আলিপুর আদালতও
আলিপুর আদালতেও রক্ষাকবচ পেলেন না কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। শনিবার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আলিপুর জেলা আদালত।

এদিন আলিপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানিতে রাজীব কুমার আইনজীবীরা আগাম জামিনের মামলার যে নথি সিবিআইকে পাঠিয়েছিল সেটা পড়া যাচ্ছে না বলে আদালতে অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী। পরে সিবিএর কেস রেকর্ড আনায় সেখান থেকে তথ্য নিয়ে শুনানি শুরু হয়।
রাজীবের হয়ে সওয়াল শুরু করেন তাঁর তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও দেবাশিস রায়। টানা ৪৫ মিনিট ধরে রাজ্যের গোয়েন্দা প্রধানের আগাম জামিনের স্বপক্ষে নানা যুক্তি তুলে ধরেন তিনি। বিভিন্ন মামলার উদাহরণ টেনে এনে বিচারককে বোঝানোর চেষ্টা করেন কেন তাঁর মক্কেলের আগাম জামিন প্রয়োজন।