For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য প্রশাসনে বিরাট রদবদল! স্বরাষ্ট্র সচিব পদে আলাপনে আস্থা রাখলেন মমতা

রাজ্য প্রশাসনে ফের বড় রদবদল ঘটে গেল নির্বাচনী আচরণ বিধি প্রত্যাহারের পরই। রাজ্যের স্বরাষ্ট্র সচিব করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

রাজ্য প্রশাসনে ফের বড় রদবদল ঘটে গেল নির্বাচনী আচরণ বিধি প্রত্যাহারের পরই। রাজ্যের স্বরাষ্ট্র সচিব করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অতিরিক্ত প্রধান সচিব ছিলেন। চার মাস পরেই মুখ্যসচিব মলয় দে অবসর নেবেন। তারপর আলাপন বন্দ্যোপাধ্যায়েরই মুখ্যসচিব হওয়ার সমূহ সম্ভাবনা।

রাজ্য প্রশাসনে বিরাট রদবদল! স্বরাষ্ট্র সচিব পদে আলাপন

এবার লোকসভা নির্বাচনের শেষ দফার আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয় অত্রি ভট্টাচার্যকে। নির্বাচন কমিশন তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর মনে হয়েছিল মমতা বন্যো আপাধ্যায় তাঁকে ফের স্বরাষ্ট্রসচিব পদে ফিরিয়ে আনবেন ভোট মিটলেই। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে তাঁর স্থলাভিষিক্ত করা হল।

আলাপন বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ আমলা। এর আগে অত্রি ভট্টাচার্য আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডিঙিয়ে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন। আগের বারই তিনি স্বরাষ্ট্র সচিব হবেন এমন ভাবা হয়েছিল। কিন্তু অত্রি ভট্টাচার্য তথ্য সংস্কৃতি দফতরের সচিব থেকে হয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। এবার তাঁর উপর রইল পর্যটন দফতরের দায়িত্ব। এই দফতরের দায়িত্ব তিনি আগেও সামলেছিলেন। একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে সৌরভ দাসকে। অমরেন্দ্র সিংয়ের পরিবর্ত হচ্ছেন তিনি।

এছাড়া এডিজি আইন-শৃঙ্খলা হলেন জ্ঞানবন্ত সিং। বিধান নগরের কমিশনার করা হল নিষাদ পারভেজকে। সিদ্ধিনাথ গুপ্তাকে এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল এডিজি এস্টাবলিশমেন্টে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবেন। নবান্নে এই বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত জুন নবান্নে হবে বৈঠক।

এদিনই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা, জাভেদ শামিম ও বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপালও। উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের অভিজ্ঞ আমলা। আইএএস হিসাবে তিনি বিগত কয়েক বছর ধরে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন।

English summary
Alapan Banerjee becomes home secretary of West Bengal after LS Election. Autri Bhattachariya become tourism secretary. Mamata Banerjee does reshuffle after general Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X