For Quick Alerts
For Daily Alerts

অগাস্টের সাতদিন বন্ধ বিমান পরিষেবা, ঘোষণা কলকাতা বিমানবন্দরের
অগাস্টের সাতদিন বন্ধ বিমান পরিষেবা, ঘোষণা কলকাতা বিমানবন্দরের
করোনা ভাইরাস সংক্রমণের জেরে অগাস্টের সাতদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওই সাতদিন বিমানবন্দরে কোনও বিমান পরিচালনা করা হবে না।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অগাস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩ ও ৩১ তারিখ সম্পূর্ণ লকডাউনের কারণে বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। রাজ্য সরকার এই দিনগুলোতে লকডাউন ঘোষমা করেছে। পুনরায় নির্ধারিত ফ্লাইট সম্পর্কিত তথ্যের জন্য বিমানবন্দরটি পৃথক বিমান সংস্থা অপারেটরদের সঙ্গে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে। এর আগে ২৫ ও ২৯ জুলাই লকডাউনের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
ফের নতুন ইতিহাস নাসার! প্রাণের খোঁজে লালগ্রহে পথে যাত্রা করল মঙ্গলযান 'পারসিভিয়ারেন্স’
Recommended Video

অন্তিম যাত্রায় সোমেন মিত্র, নিমতলায় শেষকৃত্য
Comments
English summary
air services closed for seven days in august announced kolkata airport