For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম-কংগ্রেস জোটে সামিল চূড়ান্ত আব্বাস সিদ্দিকির, দূরত্ব বাড়াতে শুরু করেছে মিম

বাম-কংগ্রেস জোটে সামিল চূড়ান্ত আব্বাস সিদ্দিকির, দূরত্ব বাড়াতে শুরু করেছে মিম

Google Oneindia Bengali News

বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের মধ্যে দক্ষিণবঙ্গের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে দাবি করা হয়েছে তিন দলের পক্ষ থেকেই। উত্তরবঙ্গের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে জোট যে হচ্ছেই তা একপ্রকার চূড়ান্তই। আব্বাস সিদ্দিকিও সম্প্রতি প্রচার শুরু করেছেন ২৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ নিয়ে।

জোট হচ্ছেই, আসনরফা নিয়ে আলোচনা

জোট হচ্ছেই, আসনরফা নিয়ে আলোচনা

১৬ ফেব্রুয়ারি আলিমুদ্দিন স্ট্রিটে জোট-বৈঠক শেষে বাম-কংগ্রেস একযোগে ঘোষণা করেছিল পিরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মহাজোটে সামিল হচ্ছে। তবে জোট চূড়ান্ত হলেও আসন-রফা নিয়ে সেদিন কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তাঁরা। সেই কারণেই শনিবার ফের তাঁরা আসনরফা নিয়ে আলোচনায় বসেছিলেন।

দক্ষিণবঙ্গের ৮০ শতাংশ আসন রফা চূড়ান্ত

দক্ষিণবঙ্গের ৮০ শতাংশ আসন রফা চূড়ান্ত

ওই বৈঠকে দক্ষিণবঙ্গের ৮০ শতাংশ আসন রফা চূড়ান্ত হয়ে যায়। উত্তরবঙ্গে আইএসএফের বেশ কিছু আসনের দাবি মানতে চায়নি কংগ্রেস। তবে সিপিএম কিছু আসন ছাড়তে রাজি আইএসএফকে। ফের জোট বৈঠকে বসবে তিন দল। সেখানেই বাকি জটিলতার অবসান ঘটিয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছে মহাজোট।

উত্তরবঙ্গে জোটের আসন সমঝোতা চূড়ান্ত করতে

উত্তরবঙ্গে জোটের আসন সমঝোতা চূড়ান্ত করতে

আইএসএফের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত আসনেই রফা চূড়ান্ত হয়ে গিয়েছে। আর সামান্য কিছু আসনে রফাসূ্ত্র খুঁজতে বাকি রয়েছে। উত্তরবঙ্গেও রফাসূত্র খোঁজা চলছে। শীঘ্রই আমরা জোটের আসন সমঝোতা চূড়ান্ত করতে পারব। তিন দলই এখন আশবাদী।

বাম-কংগ্রেসের জোটে সিদ্দিকি! তা হলে মিমের কী হবে

বাম-কংগ্রেসের জোটে সিদ্দিকি! তা হলে মিমের কী হবে

তবে আব্বাস সিদ্দিকি বাম-কংগ্রেসের জোটে সামিল হলে মিমের কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছেন। আর তার আগে ২৫ ফেব্রুয়ারি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি মে়টিয়াব্রুজের কারবালা পিঙ্ক স্কোয়ারে সভা করবেন। সেখানে আমন্ত্রিত নন পিরজাদা আব্বাস সিদ্দিকি।

বাম-কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকি, দূরত্ব বাড়াচ্ছে মিম

বাম-কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকি, দূরত্ব বাড়াচ্ছে মিম

অথচ মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এর আগে বাংলায় পা রেখেই সটান গিয়েছিলেন পিরজাদার দরবারে। এবং আব্বাস সিদ্দিকিকে সামনে রেখেই তিনি লড়তে চেয়েছিলেন বাংলায় নির্বাচনে। কিন্তু আব্বাসের মহাজোটে সামিল হওয়ার পরক্ষণেই মিমের সঙ্গে সখ্যতা কি তবে ভেঙে যাওয়ার পথে? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আব্বাস বাম-কংগ্রেস জোটে সামিল হচ্ছেন বলেই মিম দূরত্ব বাড়াচ্ছে।

রাজ্য বাজেটে রাম মন্দিরের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ! বাইশের বিধানসভো ভোটের আগে যোগীর চমকরাজ্য বাজেটে রাম মন্দিরের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ! বাইশের বিধানসভো ভোটের আগে যোগীর চমক

English summary
AIMIM increases distance with Abbas Siddiqui after alliance with left front and Congress in Bengal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X