For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিম প্রধান আসাদউদ্দিন বাংলায় দলের 'ইলেকশন কমিটি' গঠনের পথে! বঙ্গ সফর ঘিরে কোন ঝোড়ো স্ট্র্যাটেজি

  • |
Google Oneindia Bengali News

একটা সময় আসাদউদ্দিন নিজেই জানিয়েছিলেন যে বিজেপিকে রুখতে তিনি তৃণমূলের সঙ্গে জোট গড়তে রাজি। সেই বার্তায় কার্যত তোয়াক্কা করেনি তৃণমূল, পাল্টা আসাদের ঘরে ভাঙন ধরিয়ে একাধিক সদস্যকে তৃণমূলে যোগ দান করতে দেখা যায় । এরপর রাজ্য সফরে আসছেন আসাদউদ্দিন ওয়েইসি।

হালিশহরের ঘটনায় 'বদলা হবে' থেকে 'পুলিশের অপব্যবহার'এর বার্তা বিজেপি নেতাদের কণ্ঠে! সরব দিলীপ, মুকুল , শুভ্রাংশহালিশহরের ঘটনায় 'বদলা হবে' থেকে 'পুলিশের অপব্যবহার'এর বার্তা বিজেপি নেতাদের কণ্ঠে! সরব দিলীপ, মুকুল , শুভ্রাংশ

 মিম প্রধানের টার্গেটে ২৩ জেলা!

মিম প্রধানের টার্গেটে ২৩ জেলা!

বাংলার ২৩ টি জেলা আপাতত মিম প্রধান আসাদউদ্দিনের টার্গেটে রয়েছে। সেখানের একাধিক দলীয় সদস্যের সঙ্গে কথা বলে সাংগঠনিক জোর বাড়ানো ও সদস্য সংখ্যা বাড়ানোর দিকে মিম এগিয়ে যাবে বলে খবর। এখন মিমের বাংলায় সদস্য সংখ্যা ২ লাখ ৫ হাজার।

'ইলেকশন মেশিনারি' তৈরি করছে মিম

'ইলেকশন মেশিনারি' তৈরি করছে মিম

শনিবার হায়দরাবাদের এক বৈঠকের পরই আসাদউদ্দিন জানান, এবার তিনি বাংলায় আসবেন। ইতিমধ্যেই বাংলায় ভোট পারদ চড়তে শুরু করেছে। এরমধ্যে আসাদের আগমন নিয়ে জল্পনাও চরমে। আর বাংলায় এসে তিনি মিমের 'ইলেকশন মেশিনারি' নিয়ে নীল নক্সা তৈরি করে যাবেন বলে খবর।

১২০ আসনে বড় ফ্যাক্টর হতে পারে মিম

১২০ আসনে বড় ফ্যাক্টর হতে পারে মিম

সূত্রের দাবি ছিল আসাদউদ্দিনের পার্টি বাংলায় ২৯৪ টি আসনের মধ্যে ৭০ টিতে প্রার্থী দিতে চলেছে। তবে তা নিয়ে চূড়ান্ত ঘোষণা খোদ আসাদ করবেন। এদিকে, এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুধু ৭০ নয়, বাংলার ১২০ টি আসনে আসাদের মিম বড় ফ্যাক্টর হতে পারে বাংলায়। ২০১১ সালের আদমসুমারী বলছে বাংলায় ২৭.০১ শতাংশ মুসলিমের বসবাস। এদিকে, ২০১৪ থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে মমতার ভোটের পাল্লা ভারী করেছে মুসলিমদের ভোটব্যাঙ্ক। সেক্ষেত্রে বাংলার ২০২১ নির্বাচেন আসাদের পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ।

 মিমের রাজ্য 'ইলেকশন কমিটি'

মিমের রাজ্য 'ইলেকশন কমিটি'

এদিকে, সূত্রের খবর মিম প্রধান আসাদ রাজ্যে এসে মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলার সফর করবেন। মিম প্রধান আসাউউদ্দিন সরেজমিনে বাংলায় পরিস্থিতি খতিয়ে দেখবেন বলেও খবর। তারপর রাজ্যে মিমের ইলেকশন কমিটি গঠন হবে।

 তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

এদিকে, তৃণমূলের দাবি বাংলরা কিছু উর্দু বলয়ে মিমের প্রভাব থাকলেও মূলত মিম হায়দরাবাদের পার্টি। তৃণমূলের সাফ দাবি, বিজেপির সহযোগী দল মিম। তাই অবেজি ভোটার ভাগ করতেই আসাদের বাংলা আগমন। সৌগত রায় বলেছেন, যেহেতেু মিমের এই অভিসন্ধি তৃণমূল ফাঁস করেছে, তাই অনেকেই মি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বাংলায়।

English summary
AIMIM chief to visit West Bengal to set up election machinery for West Bengal poll 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X