For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাওয়াই ভি কড়াই ভি! এটাকেই করোনার বিরুদ্ধে মন্ত্র বানাতে হবে, ভার্চুয়াল বৈঠকে বার্তা মোদীর

দেশজুড়ে করোনার ঝড়। গোটা দেশেই সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই অবস্থায় আজ শুক্রবার সমস্ত সভা বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সশরীরে না আসলেও ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে ভাষণ দিলেন প্র

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনার ঝড়। গোটা দেশেই সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই অবস্থায় আজ শুক্রবার সমস্ত সভা বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সশরীরে না আসলেও ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দুই দফার ভোট গ্রহণের আগে শুক্রবার বাংলায় ভোটের প্রচারে রাজ্যের ৪ জায়গায় আসার কথা ছিল মোদীর। কিন্তু পরে মোদী নিজেই জানান, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় তিন বাংলা সফর বাতিল করছেন।

শুক্রবার মোদীর পুরনো সূচি মতো মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতায় সফর ছিল। এই চার জেলার ৫৬ বিধানসভা এলাকায় মোদীর ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে বিজেপি। অনলাইনের মাধ্যমেই বক্তব্য রাখেন তিনি।

করোনা নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

করোনা নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

এদিনের ভাষণের শুরুতেই করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরাসরি আসতে না পারায় দলীয় কর্মী, সমর্থক থেকে আমজনতা - সকলের কাছেই ক্ষমা চেয়ে নেন মোদী। তবে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, "করোনা পরিস্থিতির জন্য আপনাদের কাছে আসতে পারলাম না, ক্ষমাপ্রার্থী। তবে ২ মে জয়ের পর বাংলার মাটি ছুঁয়ে মাথা নত করে প্রণাম করব।" মোদী আরও বলেন, করোনা থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। নিজেদের সাবধানে থাকতে হবে। বৈজ্ঞানীক ও চিকিৎসকদের পরামর্শ শুনেই আমাদের চলতে হবে। টিকা নেওয়ার পরেও মাস্ক পরতে হবে। পুরো মুখ ঢাকতে হবে। দাওয়াই ভি কড়াই ভি। এটাকে মন্ত্র বানাতে হবে। এরপরেই প্রধানমন্ত্রীর মোদীর বক্তব্য, বাংলা জিতবে। বিজেপি জিতবে। একসঙ্গে এগোবো আমরা।

ভোট দেওয়ার জন্যেই বাইরে বের হন

ভোট দেওয়ার জন্যেই বাইরে বের হন

প্রধানমন্ত্রী এদিন ফের বলেন, দরকার ছাড়া বিশেষ রস্তায় বের হবেন না। তবে গণতন্ত্রে শামিল হবে। প্রয়োজনে শুধুমাত্র ভোট দিতেই বের হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, করোনা সংক্রান্ত বিধি মানা হচ্ছে কিনা সেটা দেখেই ভোট দিতে যান। করোনা নিয়ে আমাদের আরও সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর।

মোদীর বক্তব্যে ডেঙ্গু দূরীকরণের বার্তা

মোদীর বক্তব্যে ডেঙ্গু দূরীকরণের বার্তা

এদিন প্রধানমন্ত্রীর মন্তব্যে ডেঙ্গু দূরীকরণের বার্তা উঠে আসে। মোদী বলেন, অসুখ থাকলে কখনও বিকাশ ঘটেনি। আর তাই পরিষ্কার-পরিছন্ন থাকাটা খুব প্রয়োজন। আর সেজন্যে কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে বলে দাবি প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বিজেপি ডেঙ্গির মতো অসুখ দূর করতে যথাযথ পদক্ষেপ করবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

সোনার বাংলা গড়তে উদ্যোগী বাংলার মানুষ

সোনার বাংলা গড়তে উদ্যোগী বাংলার মানুষ

বাংলায় রাজনৈতিক পরিবর্তনের ডাক দিয়ে তাঁর বক্তব্য, "বাংলার প্রতি কোণায় কোণায় গিয়ে জনতার কথা শুনেছি। বুঝেছি, তাঁরা কতটা আগ্রহী পরিবর্তনের জন্য। সোনার বাংলা তৈরির সংকল্প করছেন তাঁরা। আর মানুষের এই ইচ্ছাপূরণের সংকল্প নিয়েছি আমরা। এই নির্বাচন শুধু পরিবর্তনের জন্যই নয়। এই নির্বাচন নয়া আশা, আকাঙ্ক্ষার নির্বাচন।" এরপরই মোদী বলেন, "গত ৬ দফার ভোটে বিজেপিকে সমর্থনের জন্য বাংলার নাগরিকদের ধন্যবাদ।" প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে বঙ্গবাসীকে গুণ্ডামিমুক্ত, ভ্রষ্টাচারমুক্ত বাংলা উপহার দেবেন। যুব প্রজন্মকে চাকরি এবং মহিলাদের সুরক্ষার নিশ্চিত করা হবে। গতি পাবে থমকে থাকা মেট্রো প্রকল্পের কাজ।

English summary
ahed of west bengal assembly election 2021 modi virtual meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X