For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ির বউকে কয়লা চোর বলছেন? সিবিআই হানা নিয়ে তীব্র আক্রমণ মমতার

অভিষেকের বাড়িতে সিবিআই হানা নিয়ে মুখ খুললেন মমতা

  • |
Google Oneindia Bengali News

কয়লা-কাণ্ডে ইতিমধ্যে সিবিআই নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁকে কয়লা তদন্তে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। সাক্ষী হিসাবে তাঁকে জেরা করা হয়েছে। এই ঘটনায় মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে জনসভা থেকে সিবিআই হানা নিয়ে মোদী সরকারকে ঝাঁঝালো আক্রমণ নেত্রীর। একই সঙ্গে পালটা কয়লা-কাণ্ডে বিজেপির যোগসূত্রের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘরের বউকে বলছে কয়লা চোর!

ঘরের বউকে বলছে কয়লা চোর!

আজ বুধবার হুগলির সাহাগঞ্জের সভা থেকে রীতিমতো সিবিআই হানা নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ঘরের বউকে বলছে কয়লা চোর! কত বড় দুঃসাহস এদের। মহিলাদের ন্যূনতম সম্মান দিতে জানে না। এর জবাব চাই। জবাব দিতে হবে।" একই সঙ্গে পালটা বিজেপিকে কয়লা ইস্যুতে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘরের বউকে, ঘরের মা-বোনদের কয়লা চোর বলছে! আর তোমরা তো কয়লা চোরদের নিয়ে হোটেলে রাখছো, তাঁদের সঙ্গে ওঠাবসা করছ! একই সঙ্গে দুর্গাপুরে কার হোটেলে বিজেপি নেতারা পার্টি করছেন সে নিয়েও এদিন প্রশ্ন তোলেন এদিন মুখ্যমন্ত্রী। বলেন, ওই হোটেলটি কয়লা মাফিয়ার বলে দাবি মমতার। তবে কার সেই নাম প্রকাশ্যে আনেননি মুখ্যমন্ত্রী।

বিজেপি বাড়ির বউকে আক্রমণ করেননি

বিজেপি বাড়ির বউকে আক্রমণ করেননি

মমতা বন্দ্যোপাধ্যায় এহেন অভিযোগের পালটা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি সিবিআইকে নিয়ন্ত্রণ করে না। এমনকি অভিষেকের বাড়িতেও যেতে বলেনি। নিশ্চয় সিবিআই কিছু প্রমাণ পেয়েছে সেই কারণেই গিয়েছে। বাংলায় বিজেপি মহিলাদের সম্মান করতে যানে। রুচিরা বন্দ্যোপাধ্যায়কেও তাঁরা যথেষ্ট সম্মান করে বলে তাঁকে বিজেপি কখনই কয়লা চোর বলেনি। এমনটাই দাবি বিজেপি নেতার।

 রবিবার হঠাত করেই বদলে যায় পরিস্থিতি

রবিবার হঠাত করেই বদলে যায় পরিস্থিতি

গত রবিবার হঠাৎ করেই বদলে যায় সমস্ত পরিস্থিতি। কয়লা-কান্ডের তদন্তে সাক্ষ্য হিসাবে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেকের স্ত্রীকে নোটিশ ধরায় সিবিআই। তার জবাবে অভিষেকপত্নী রুজিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান যে তিনি মঙ্গলবার সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত। এরপর মঙ্গলবার বেলার দিকে সিবিআই আধিকারিকদের বিশেষ দল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার আগে অভিষেকের 'শান্তিনিকেতনে' পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে ফের ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রায় এক ঘন্টা জেরা করে সিবিআই

প্রায় এক ঘন্টা জেরা করে সিবিআই

মঙ্গলবার রুজিরাকে প্রায় সওয়া এক ঘণ্টা ধরে জেরা করেন সিবিআই তদন্তকারীরা। তাঁর নাগরিকত্ব, বিদেশে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কে প্রশ্ন করা হয়। আর বুধবার এসব নিয়েই কার্যত বিস্ফোরণ ঘটালেন মমতা। ঘরের বউকে কয়লা কেলেঙ্কারির মতো মামলায় জড়ানো নিয়ে কেন্দ্রকেই তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা কয়লা তদন্তে বিজেপির কোন কোন নেতা জড়িত আছে সেই বিষয়টি খুব শিঘ্রই সামনে আনবেন বলে একটা ইঙ্গিত দিয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা ইস্যুতে আগামিদিনে মোদী-মমতা লড়াই একটা অন্য মাত্রা নিতে চলেছে তা স্পষ্ট।

English summary
ahead of west bengal election mamata banerjee meeting at sahaganj dunlop hoogly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X