For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোজ তিওয়ারির পালটা বিজেপির ঘুঁটি কি অশোক দিন্দা? জোর চর্চা রাজনৈতিকমহলে

ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে! এবার ভোটে বাংলার দিকে বিশেষ নজর বিজেপির। শাসকদল তৃণমূলকে একচুলও জায়গা ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি। পালটা প্রস্তুতি শাসকদল তৃণমূল শিবিরেও।

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে! এবার ভোটে বাংলার দিকে বিশেষ নজর বিজেপির। শাসকদল তৃণমূলকে একচুলও জায়গা ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি। পালটা প্রস্তুতি শাসকদল তৃণমূল শিবিরেও।

ভোটের আগেই রীতিমত দুইদলের মধ্যে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একই সঙ্গে চলছে দল ভাঙনের খেলাও। সাংসদ-মন্ত্রীরা তো রয়েছেই। গত কয়েকদিনে একাধিক অভিনেতা-অভিনেত্রীও যোগ দিয়েছেন তৃণমূল এবং বিজেপিতে। রাজনৈতিকমহলের মতে, বিধানসভা ভোটের আগে তৃণমূল-বিজেপিতে নাকি ভাগ হয়ে গিয়েছে টলিউডও। এবার ক্রিকেটের ময়দানও ভাগ হতে চলেছে দুভাগে? ইঙ্গিত তেমনটাই

লক্ষ্মীর পালটা মনোজ তিওয়ারি

লক্ষ্মীর পালটা মনোজ তিওয়ারি

হুগলির সাহাগঞ্জের ডানলপ মাঠে আজ নয়া ইনিংস শুরু করতে চলেছে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। লক্ষ্মীরতন শুক্লার পর বাংলা দলের অধিনায়ক হয়েছিলেন। সেই লক্ষ্মীরতন যখন রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে ক্রিকেটে ফিরতে চেয়ে মন্ত্রিত্ব ছেড়েছেন তখন মনোজ অবতীর্ণ হচ্ছেন রাজনীতির ময়দানে।সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চেয়ে আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন মনোজ। রাজনীতিবিদ পরিচয় দিয়ে মনোজের এই নতুন অ্যাকাউন্টে লেখা রয়েছে জয় বাংলা। সূত্রের খবর, বিধানসভা ভোটে সম্ভবত টিকিট পেতে পারেনন মনোজ।

মনোজকে রুখতে বিজেপির মাস্টার দিন্দা অশোক দিন্দা

মনোজকে রুখতে বিজেপির মাস্টার দিন্দা অশোক দিন্দা

কোনও জায়গাতেই শাসকদল তৃণমূলকে ছাড়তে নারাজ বিজেপি। আর তাই পালটা মনোজের ঘুটি সাজিয়ে ফেলল বিজেপি। শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভায় বিজেপির ঘুটি হতে চলেছে বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। যদিও এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে অশোক দিন্দা জানিয়েছেন, আপাতত কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি। তবে তার কাছে যে প্রস্তাব রয়েছে তা স্বীকার করে নেন দিন্দা। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর যে যোগাযোগ রয়েছে তা স্বীকার করে নেন অশোক। বলেন, "শুভেন্দুদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। আমার দুজনেই এক জেলার মানুষ। ওনার সঙ্গে দাদার মতো সম্পর্ক। এর বেশি কিছু নয়।"

মেদিনীপুরের কোনও কেন্দ্রে দাঁড়াতে পারেন অশোক!

মেদিনীপুরের কোনও কেন্দ্রে দাঁড়াতে পারেন অশোক!

বিজেপি থেকে অশোক দিন্দাকে রাজনীতিতে আসার আহবান দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত ভোটে দাঁড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত অশোক দিন্দা নেয়নি বলেই জানা গিয়েছে। তবে ভোটে যদি অশোক দিন্দা দাঁড়ান তাহলে মেদিনীপুরের কোনও একটি কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন তিনি। কারন বিজেপি চাইছে এলাকার মানুষকেই সেই এলাকায় দাঁড়াতে। ভূমিপুত্র হিসাবে তাই মেদিনীপুরে অশোক দিন্দাকেই চাইছে বিজেপি। তবে শেষ মুহূর্তে প্রাক্তন এই ক্রিকেটার দাঁড়ান কিনা সেটাই এখন দেখার।

English summary
ahead of west bengal election 2021 ex cricketer asok dinda may join bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X