For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিগেডে থাকতে চাই! আলিমুদ্দিনকে চিঠি দিয়ে বার্তা অসুস্থ বুদ্ধবাবুর

তবে এখনও মুখ সেই বুদ্ধদেব ভট্টাচার্যকেই কয়েক মিনিটের জন্যে হলেও ব্রিগেড ময়দানে চান আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। তবে সূত্রের খবর, তিনিই নাকি ব্রিগেড সমাবেশে আসার জন্যে ইচ্ছাপ্রকাশ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের আগে রবিবার ব্রিগেড সমাবেশ বামেদের। কংগ্রেসকে সঙ্গে নিয়েই এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ১০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে বামেরা। আর এখান থেকেই অক্সিজেন নিয়ে লড়াইয়ের ময়দানে নামতে চায় বামেরা।

তবে এখনও মুখ সেই বুদ্ধদেব ভট্টাচার্যকেই কয়েক মিনিটের জন্যে হলেও ব্রিগেড ময়দানে চান আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। তবে সূত্রের খবর, তিনিই নাকি ব্রিগেড সমাবেশে আসার জন্যে ইচ্ছাপ্রকাশ করেছেন।

দলের কাছে বার্তা পাঠিয়েছেন বুদ্ধবাবু

দলের কাছে বার্তা পাঠিয়েছেন বুদ্ধবাবু

বেশ কয়েক বছর ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় শয্যাশায়ী! মাসখানেক আগেই হাসপাতালেই ভর্তি হতে হয় তাঁকে। কিন্তু এখনও দলের প্রতি তাঁর যা নিষ্ঠা রয়েছে তা কল্পনার বাইরে। আর তাই অসুস্থ শরীরেই একবার হলেও ব্রিগেড সমাবেশে আসতে চান তিনি। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, দলের কাছে বিগ্রেড সমাবেশে আসার ইচ্ছে প্রকাশ করে ইতিমধ্যে একটি বার্তা পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আলিমুদ্দিনও জানে এখনও বুদ্ধদেব ভট্টাচার্য একটা ব্র্যান্ড! আর সেই কারনেই কিছুক্ষণের জন্য হলেও বুদ্ধদেববাবু ব্রিগেডে আসুন সেটা চায় সিপিএম। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে জোর করা হয়নি তাঁকে।

ভার্চুয়াল উপস্থিতি দিতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ভার্চুয়াল উপস্থিতি দিতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শারীরিক ভাবে অনেকটাই অসুস্থ। কিন্তু শেষ ব্রিগেডে এসেছিলেন তিনি। তবে গাড়ি থেকে নামতে পারেননি। এবারও তিনি চান ব্রিগেডে যেতে। কিন্তু বিষয়টি ডাক্তারদের উপরেই ছাড়তে চায় আলিমুদ্দিন স্ট্রিট। আর সেক্ষেত্রে যদি বুদ্ধবাবু না আসতে পারেন তাহলে ব্রিগেডে বুদ্ধদেবের ভার্চুয়াল উপস্থিতির বন্দোবস্ত করা হতে পারে বলে খবর। প্রথমে ঠিক ছিল, ব্রিগেডে লিখিত বার্তা পাঠাবেন তিনি। কিন্তু শুক্রবার বুদ্ধদেব নিজেই সমাবেশে আসার ইচ্ছে প্রকাশ করায় উজ্জীবিত বাম শিবির। কিন্তু শেষ পর্যন্ত তিনি যদি না আসতে পারেন তাহলে অন্য পথও খোলা রাখা হচ্ছে।

১০ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট

১০ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট

ভোটের আগে শেষ ব্রিগেড! উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন। আলিমুদ্দিন স্ট্রিটের টার্গেট এই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে ১০ লক্ষ মানুষকে জড়ো করা। আর সেখানে যদি বুদ্ধবাবু একবার আসেন তাহলে ভটের আগে উজ্জীবিত হবেন বামকর্মীরা। কারণ, বামফ্রন্ট তথা সিপিএমের 'তারকা' বলতে এখনও তিনিই। সেটা ভালোই বোঝে বামেরা।

ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে

ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে

এই ব্রিগেড সমাবেশকে ঐতিহাসিক করার কথা বলছেন আলিমুদ্দিনের ম্যানেজাররা। এবার কংগ্রেসের সঙ্গে জোট করে এই সমাবেশ করছে বামেরা। হাত মিলিয়েছে আব্বাসের দলও। আর এই ব্রিগেড সমাবেশ থেকেই জোটের কথা জানাবেন বামেরা। এমনটাই ঠিক আছে।

English summary
ahead of west bengal election 2021 buddhadeb bhattacharya wants to come to the left front brigade-rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X