For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সময়ে আট দফায় ভোট চেয়েছিলেন মমতাই! মনে করালেন বিজেপি নেতা

ভোট ঘোষণা হল। আট দফায় ভোট ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ইতিহাসে এটাই সর্বকালীন বেশী দফায় হচ্ছে ভোট। কমিশনের এই সিদ্ধান্তে অখুশি তৃণমূল কংগ্রেস। খুশি বিরোধীরা

  • |
Google Oneindia Bengali News

ভোট ঘোষণা হল। আট দফায় ভোট ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ইতিহাসে এটাই সর্বকালীন বেশী দফায় হচ্ছে ভোট। কমিশনের এই সিদ্ধান্তে অখুশি তৃণমূল কংগ্রেস।

এমনকি, প্রকাশ্যে ক্ষোভও উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, কাকে সুবিধা করে দিতে এত দফায় ভোট ঘোষণা করা হল? এমনকি, মোদী এবং অমিত শাহের নির্দেশেই কার্যত পরিকল্পনা করে কমিশন ভোট ঘোষণা করেছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। যদিও এহেন অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি।

আট দফায় ভোট চেয়েছিলেন মমতাই! মনে করালেন শমীক

আট দফায় ভোট চেয়েছিলেন মমতাই! মনে করালেন শমীক

কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাহ এবং মোদীর কথাতেই ভোটের দিন ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন বিজেপি এতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ২০১১ সালের নির্বাচনের সময় তো মুখ্যমন্ত্রী বলেছিলেন আট দফায়, নয় দফায় ভোট চাইতেন। তাহলে আজ কেন দফা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কটাক্ষ বিজেপি নেতার। একই সঙ্গে বিজেপির প্রাক্তন বিধায়কের দাবি, ২০১১ সালের পরে এই রাজ্যে কোনও ভোট শান্তিপূর্ণ ভাবে হয়নি। ফেরেনি গণতন্ত্রের পরিবেশও। এই পরিবেশ কারা তৈরি করেছে? কেন আজ ৮ দফায় ভোট করতে হচ্ছে?" মুখ্যমন্ত্রীকে পালটা প্রশ্ন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।

অবাধ-শান্তিপূর্ণ ভোট করতে কড়া হতে হবে কমিশনকে

অবাধ-শান্তিপূর্ণ ভোট করতে কড়া হতে হবে কমিশনকে

অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে গেলে আরও কড়া হতে হবে নির্বাচন কমিশনকে। এমনটাই মনে করেন সিপিএম নেতা সেলিম। তাঁর অভিযোগ, আট হোক কিংবা সাত হিংসা করার থাকলে তা সব দফাতেই হবে। সেলিমের মতেমিমি. আট দফায় ভোট হোক, আপত্তি নেই। কেবল সব দফায় যেন স্বচ্ছ ভাবে ভোটগ্রহণ হতে পারে তা নিশ্চিত করতে হবে কমিশনকে। এমনটাই জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

আমি স্ট্রিট ফাইটার, আমিই জিতব

আমি স্ট্রিট ফাইটার, আমিই জিতব

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তামিলনাড়ু, কেরল, অসমে ৬ এপ্রিলের মধ্যে ভোট করিয়ে তারপর বাংলায় ২৩ দিন ধরে খেলার আয়োজন করা হয়েছে। যেভাবেই ভোট করুন না কেন, আমরাই জিতব। খেলা হোক ৮ দফায়, হারিয়ে ভূত করে ছাড়ব। আমি স্ট্রিট ফাইটার, আমিই জিতব। এভাবে আমাকে আটকানো যাবে না। মমতা আরও বলেন, দয়া করে বিজেপির চোখ দিয়ে বাংলাকে দেখবেন না। বিজেপির পার্টি অফিসে যে লিস্ট ছিল, সেটাই আজ দেখতে পেলাম। বাংলায় প্রচুর পয়সা আসছে। পয়সার অপচয় করবেন না, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। তাঁর কথায়, দেশে একটাই মহিলা মুখ্যমন্ত্রী আমি আছি, এত ভয় আমাকে?

রাজনৈতিক দলগুলির অসুবিধা হবে

রাজনৈতিক দলগুলির অসুবিধা হবে

সৌগত রায় এদিন ভোট ঘোষণা হওয়ার পর বলেন, 'এভাবে ভোটারদের অসুবিধা হবে। রাজনৈতিক দলগুলির অসুবিধা হবে। আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলেছিলেন যে আমাদের রাজ্যে যত সম্ভব কম দফাতেই ভোট হওয়া উচিত। তাও নির্বাচন কমিশন যদি তা মনে করে, তাহলে কিছু করার নেই। এখন ওদের কাছেই ক্ষমতা।'

বিধানসভা নির্বাচন হবে আট দফায়

বিধানসভা নির্বাচন হবে আট দফায়

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন হবে আট দফায়। শুরু ২৭ মার্চ থেকে। ফলপ্রকাশ ২ মে। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হলেন বিহারের প্রাক্তন সিইও অজয় নায়েক প্রাক্তন। থাকছেন দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস ও বিবেক দুবে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার মতে অজয় নায়েক কমিশনের অন্যতম দক্ষ অফিসার। খরচ পর্যবেক্ষণের দায়িত্বে থাকছেন বি মুরলীকুমার।

English summary
ahead of west bengal assembly election 2021 samik bhattacharya reaction on mamata banerjee comments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X