For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাঙ্গিপাড়ার একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

তৃতীয় দফার ভোটে অবাধ হিংসা দেখে বাংলা। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। ইভিএম সমস্যা থেকে একগুচ্ছ অভিযোগ সকাল থেকে আসতে থাকে। যদিও বেলা বাড়ার সঙ্গে সবগে অশান্তির মাত্রা বাড়তে থাকে।

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় দফার ভোটে অবাধ হিংসা দেখে বাংলা। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। ইভিএম সমস্যা থেকে একগুচ্ছ অভিযোগ সকাল থেকে আসতে থাকে। যদিও বেলা বাড়ার সঙ্গে সবগে অশান্তির মাত্রা বাড়তে থাকে।

বিভিন্ন জায়গা থেকে বুথ জ্যাম, রিগিংয়ের অভিযোগ আসে। শাসকদল তৃণমূল এবং বিজেপি দুদলের তরফেই এহেন অভিযোগ। সেই সময়েও বহু বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয়। যদিও সবদিক খতিয়ে দেখে একটু বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের।

 একটি বুথে পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা

একটি বুথে পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা

জানা গিয়েছে, জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ৬ এপ্রিল তৃতীয় দফায় ভোটগ্রহণ হয় এই কেন্দ্রে। হুগলির জেলাশাসক দীপপ প্রিয়া জানিয়েছেন, জাঙ্গিপাড়া কেন্দ্রের পরমানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ৮৮ নম্বর বুথে ভোটগ্রহণের প্রক্রিয়ায় গাফিলতি ধরা পড়ে। তা নিয়ে সবিস্তার রিপোর্ট জমা দেন মাইক্রো অবজার্ভার। সেই রিপোর্টের ভিত্তিতেই ওই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে বুথ জ্যাম কিংবা রিগিং সংক্রান্ত কোনও অভিযোগ নেই।

চতুর্থ দফার নির্বাচনের সঙ্গেই হবে ভোট

চতুর্থ দফার নির্বাচনের সঙ্গেই হবে ভোট

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ এপ্রিল, চতুর্থ দফার নির্বাচনের সঙ্গে এই বুথেও ফের ভোট হবে। সকাল ৭ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্বাভাবিক নিয়মে ১০ তারিখ এখানে ভোটগ্রহণ হবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাইরে রাজ্য পুলিশকে নিরাপত্তার জন্যে ব্যবস্থা করা হবে। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হচ্ছে।

শেষ হাসি কে হাসে

শেষ হাসি কে হাসে

জাঙ্গিপাড়াতে এবার তেমন কোনও অশান্তি কিংবা সংঘর্ষের ঘটনা শোনা যায়নি। এখানে বিজেপির প্রার্থী দেবজিত সরকার। পালটা তৃণমূলের বিদায়ী বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে এ বার এই আসনে দাঁড় করিয়েছে তৃণমূল। এই কেন্দ্রে লড়াই জমজমাট। তবে লোকসভা ভোটের ফলাফলের নিরিখে এখানে বিজেপি কিছু ভোটে এগিয়ে রয়েছে। তবে শেষ হাসি কে হাসে তা জানতে অবশ্যই নজর রাখতে হবে ২ মে পর্যন্ত।

English summary
ahead of west bengal assembly election 2021 re poll in jangipara seats one booth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X