For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বেলেঘাটা, কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক লাঠিচার্জ

ভোট অষ্টমীতে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে কলকাতার বিভিন্ন অংশে। প্রথমে মহাজাতি সদনের সামনে বোমাবাজি। এরপর বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে মারধরের অভিযোগ ঘিরে রণক্ষেত্র আকার নেয় মানিকতলা বিধানসভা এলাকা।

  • |
Google Oneindia Bengali News

ভোট অষ্টমীতে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে কলকাতার বিভিন্ন অংশে। প্রথমে মহাজাতি সদনের সামনে বোমাবাজি। এরপর বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে মারধরের অভিযোগ ঘিরে রণক্ষেত্র আকার নেয় মানিকতলা বিধানসভা এলাকা।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বেলেঘাটা

অন্যদিকে দফায় দফায় উত্তেজনা বেলেঘাটা অঞ্চলেও। তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় সেখানে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উচ্চ পদ স্থ আধকারিকরা।

পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ।

জানা যায় এদিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেলেঘাটার বিভিন্ন অংশে। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, সকাল থেকেই তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছে। ভয় দেখানো হচ্ছে। যাতে ভোট দিতে কেউ না যায়। ঘটনাকে কেন্দ্র করে বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে তৃণমূল এবং বিজেপির কর্মীরা বাইরে আসে। জড়িয়ে পড়ে সংঘর্ষ।

রাজবল্লভপাড়ায় দুপক্ষের মধ্যে বোতল ছোড়া এবং পাথরবৃষ্টি করা হয় বলেও অভিযোগ।

শুধু তাই নয়, বিজেপি কর্মীদের মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া হলেও পরে ফের একবার রণক্ষেত্র আকার নেয় পরিস্থিতি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস।

এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে বলে অভিযোগ।

ফের নতুন করে দুপক্ষের মধ্যে বোতল-পাথর ছোড়াছুড়ি হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, বুথে এজেণ্টদের বসতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির। যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পালটা তাঁদের অভিযোগ, বাহিনীকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি। তৃণমূল এজেন্টদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। আর তা নিয়েই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বলে অভিযোগ। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী পৌঁছলে পরিস্থিতি আরও জটিল হয় বলে অভিযোগ।

তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

English summary
ahead of west bengal assembly election 2021 tmc bjp clash at baleghata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X