For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুরে মাস্টারমশাইকে না সরালে দেওয়া হবে নির্দল প্রার্থী! কলকাতায় শাহের নেতৃত্বে শুরু বৈঠক

প্রার্থী ঘোষণার পর এবার বিজেপির অন্দরেই গৃহদাহ শুরু হয়ে গিয়েছে। সোমবার হেস্টিংসে বিজেপি কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজীবের বিরুদ্ধে চলছে তুমুল স্লোগান।

  • |
Google Oneindia Bengali News

প্রার্থী ঘোষণার পর এবার বিজেপির অন্দরেই গৃহদাহ শুরু হয়ে গিয়েছে। সোমবার হেস্টিংসে বিজেপি কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজীবের বিরুদ্ধে চলছে তুমুল স্লোগান।

মুকুল রায় টাকা খেয়ে উদয়নারায়ণপুরে সুমিত রঞ্জন খাঁড়াকে প্রার্থী করেছে বলে অভিযোগে সরব হয়েছে আদি বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা উদয়নারায়ণ পুর কেন্দ্র ভোলানাথ সামুইকে প্রার্থী চান বলে সরব হয়েছেন। অন্যদিকে, সিঙ্গুরের মাস্টারমশাইকে নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে!

গত কয়েকদিন আগেই বিজেপিতে আসেন রবীন্দ্রনাথ

গত কয়েকদিন আগেই বিজেপিতে আসেন রবীন্দ্রনাথ

সিঙ্গুরের এবার তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি মাস্টারমশাই রবীন্দ্রনাথ ঘোষকে। তাঁর অপর গোষ্ঠী বেচারাম মান্না এবং স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল। আর তাতেই চটেন মাস্টারমশাই। এরপরেই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। দল ছাড়ার কথাও বলেন। গত কয়েকদিনের মধ্যেই তৃণমূল ছাড়েন মাস্টারমশাই। যোগ দেন বিজেপিতে। তাঁর যোগদানের পর থেকেই তাঁর ফের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। শেষমেশ তাঁকে সিঙ্গুর থেকেই প্রার্থী করে বিজেপি। আর তাতেই বিপত্তি!

তাঁকে প্রার্থী করতেই ফেটে পড়ল কর্মীদের ক্ষোভ

তাঁকে প্রার্থী করতেই ফেটে পড়ল কর্মীদের ক্ষোভ

রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করার পর থেকেই শুরু হয় কর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ। সোমবার সকাল থেকেই ফের সেই বিক্ষোভ শুরু হয়। রবিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় সিঙ্গুরে। খোদ রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে চলে বিক্ষোভ। সেই রেশ সোমবারও এসে পড়ে। সোমবার সকালেই চুঁচুড়ায় বিজেপির জেলা অফিসে এসে তালাবন্ধ করে দেন কর্মীরা। শুধু তাই নয়, প্রার্থী মানব না বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী-সমর্থকরা। শুধু তাই নয়, কর্মীদের হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে না সরালে নির্দল প্রার্থী ঘোষণা করা হবে। জেলা নেতৃত্বকে হুঁশিয়ারি সিঙ্গুর বিজেপির একাংশের।

বিক্ষোভ সামাল দিতেই হিমশিম অবস্থা

বিক্ষোভ সামাল দিতেই হিমশিম অবস্থা

এতোদিন যাঁরা শাসক দলের প্রার্থী অসন্তোষ নিয়ে কটাক্ষ করছিলেন এবার বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে তাঁদের ঘরেই। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পরে জেলায় জেলায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সোমবার তার আঁচ এসে পড়েছে হেস্টিংসে। বিজেপির নির্বাচনী কার্যালয়ে। হওড়ার উদয়বারায়ণ পুর, পাঁচলা, উলুবেড়িয়ার বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা।

শহরে অমিত শাহ

শহরে অমিত শাহ

প্রার্থী নিয়ে অশান্তির মধ্যেই শহরে পৌঁছলেন অমিত শাহ। নিউ টাউনের একটি পাঁচতাঁরা হোটেলে শুরু হয়েছে বৈঠক। সেখানে শাহের উপস্থিতিতে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। রয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। কীভাবে কর্মীদের ক্ষোভ বিক্ষোভ সামাল দেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

English summary
ahead of west bengal assembly election 2021 singur amit shah meeting at kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X