For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাক টু ব্যাক বাংলায় সভা নমো'র! স্বাগত জানালেন ব্রাত্য

৭ মার্চ মোদীর ব্রিগেডের সমাবেশ পর্যন্ত যা হতে চলেছে তা সম্ভবত বিজেপির 'ট্রেলার'। এরপর থেকে ভোট ময়দানে হাওয়া গরম করতে বিজেপি বড়সড় স্ট্র্যটেজি সঙ্গে নিয়ে নামতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

৭ মার্চ মোদীর ব্রিগেডের সমাবেশ পর্যন্ত যা হতে চলেছে তা সম্ভবত বিজেপির 'ট্রেলার'। এরপর থেকে ভোট ময়দানে হাওয়া গরম করতে বিজেপি বড়সড় স্ট্র্যটেজি সঙ্গে নিয়ে নামতে চলেছে।

শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহকে নিয়ে আরও ৭০ টি সভা করার কথা ভাবছে বিজেপি। যার মধ্যে ২০টিরও বেশি সভা করতে পারেন মোদী। এমনটাই বিজেপি সূত্রের জানা গিয়েছে। যদিও মোদী-শাহ বাংলায় এসে কয়েক হাজার সভা করলেও তৃণমূলের তাতে কিছু যায় আসে না বলে বলে দাবি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের নিরিখে ভোট দেবেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

৭ তারিখ ব্রিগেড সমাবেশ প্রধানমন্ত্রী

৭ তারিখ ব্রিগেড সমাবেশ প্রধানমন্ত্রী

ভোট ঘোষনার পর প্রথম বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্রিগেডে মোদীর সভায় ১০ লক্ষেরও বেশি মানুষকে আনতে চায় বিজেপি। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষকে ব্রিগেডে আনতে চায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। যা রীতিমত চ্যালেঞ্জের। আর সেই চ্যালেঞ্জটা নিতে রাজি বঙ্গ বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, বিজেপি চায় ভোটের আগে ব্রিগেডের ময়দান থেকেই কার্যত এনার্জি বুস্টার দিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে যেন কর্মীরা চাঙ্গা হয়! বাড়তি অস্কিজেন নিয়ে শাসকদলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুক বিজেপি কর্মীরা! মনে করছেন মুকুল-দিলীপরা।

ব্রিগেড শুধু ট্রেলার

ব্রিগেড শুধু ট্রেলার

বঙ্গ বিজেপি বলছে মোদীর ব্রিগেড শুধু ট্রেলার। সিনেমা আরও নাকি বাকি। অর্থাৎ ভোট যত এগিয়ে আসবে তত বাংলায় মোদীর যাতায়াত বাড়বে। এমনটাই জানাচ্ছেন বিজেপি নেতারা। অন্তত বাংলায় ২০টি র‍্যালি করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলার বিভিন্ন প্রান্তে সেই সভাগুলি হওয়ার কথা রয়েছে। রাহুল সিনহা জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদীর কাছে বাংলায় ৩০টি সভা করার জন্যে বম্নগ বিজেপির তরফে আবেদন জানানো হয়েছে। তবে ২০ট সভা যে বাংলার বিভিন্ন প্রান্তে হতে চলেছে সে ব্যাপারে স্পষ্ট বার্তা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রাহুল সিনহা। অবস্থা বুঝে ফের সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নিজে চোখে বাংলার 'উন্নয়ন' দেখতে চান মোদী!

নিজে চোখে বাংলার 'উন্নয়ন' দেখতে চান মোদী!

নবান্ন দখলে বাংলায় ২০ টি সভা করতে চান মোদী। স্বাগত জানিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, ২০ বার কেন,তারও বেশীবার বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এরপরেই কার্যত কটাক্ষের সুরে ব্রাত্য বলেন, প্রধানমন্ত্রী আসলে নিজের চোখে দেখে যেতে চান 'বাংলার উন্নয়নে'র ছবি। বিজেপির শাসিত রাজ্যগুলির থেকে উন্নয়নের নিরিখে কতটা এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তা নিজের চোখেই প্রধানমন্ত্রী দেখে যেতে চান বলে মন্তব্য ব্রাত্য বসুর। বাংলার সঙ্গে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ অনেকটাই পিছিয়ে বলে মন্তব্য ওই তৃণমূল নেতারা। উন্নয়নের নিরিখে এই রাজ্যগুলি কখনই পশ্চিমবঙ্গের তুলনায় কিছু না বলে মনে করেন ব্রাত্য বসু।

 ৭০টিরও বেশি সভা করতে পারেন শাহ

৭০টিরও বেশি সভা করতে পারেন শাহ

ভোটের আগে প্রচার পারদ তুঙ্গে তুলতে একাধিক স্ট্র্যাটেজিতে মাত করতে মরিয়া চেষ্টা বিজেপির। রাজ্য জুড়ে ২৯৪ টি আসনে পরিবর্তন যাত্রা ইতিমধ্যেই বিজেপির প্রচার স্ট্র্যাটেজির অংশ ছিল। এবার সেই পরিবর্তন যাত্রার পর আরও এক নয়া স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যেতে চাইছে বিজেপি। মোদী তো আছেই, অমিত শাহকে নিয়ে আরও ৭০ টি সভা করার কথা ভাবছে বিজেপি। ৭ মার্চ বিজেপির সভার পর থেকে এই বিষয়ে তৎপরতা তুঙ্গে থাকতে পারে বলে খবর। এছাড়াও বঙ্গ বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে দেখা যেতে পারে একাধিক কেন্দ্রীয় নেতাকে।

English summary
ahead of west bengal assembly election 2021 Modi to address over 20 rallies in West Bengal ahead of assembly polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X