For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল নেত্রীর মানভঞ্জনেও হল না কাজ! বিজেপির পথেই রাজ্যের মন্ত্রী

প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিদ্রোহ শাসকদলে! প্রার্থী না করাতে একের পর এক জায়গায় অশান্তি, ঝামেলা। গত কয়েকদিন আগেই বিজেপিতে নাম লেখান একঝাঁক তৃণমূলের বিদায়ী বিধায়ক। তালিকা ক্রমশ লম্বা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিদ্রোহ শাসকদলে! প্রার্থী না করাতে একের পর এক জায়গায় অশান্তি, ঝামেলা। গত কয়েকদিন আগেই বিজেপিতে নাম লেখান একঝাঁক তৃণমূলের বিদায়ী বিধায়ক। তালিকা ক্রমশ লম্বা হচ্ছে।

এই অবস্থায় ভোটের আগে তা সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ শাসকদলের কাছে। যদিও তৃণমূলের দাবি, যারা যাচ্ছেন তাঁদের কোনও গ্রহণযোগ্যতা নেই। ফলে অনেক ভেবেই চিন্তেই প্রার্থী করা হয়েছে। তবে বিজেপির দাবি, সবদিক খতিয়ে দেখেই বিদ্রোহীদের দলে নেওয়া হচ্ছে।

প্রার্থী না হওয়াতে ক্ষোভ বাচ্চুর

প্রার্থী না হওয়াতে ক্ষোভ বাচ্চুর

গত কয়েকদিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম বাদ গিয়েছে অনেকের। স্বভাবতই ক্ষোভ দলে। নাম বাদ যাওয়া একের পর এক তৃণমূল বিধাইয়ক রীতিমত বিদ্রোহ দেখাচ্ছেন। ভোটের আগে যা কিনা অস্বস্তি বাড়িয়েছে দলের। শুধু বিদ্রোহ করাই নয়, একের পর এক নেতা লাইন দিচ্ছেন মুকুল রায়ের বাড়িতে। গত সোমবার সকালেই মুকুল রায়ের সঙ্গে দেখা করেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। দীর্ঘক্ষণ মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন। এরপর বেরিয়ে তিনি জানান, দল টিকিট দেয়নি।। সে বিষয়ে ক্ষোভ জানাতেই মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ বলে দাবি বাচ্চু হাঁসদার।

এরপরেই মন্ত্রীর সঙ্গে দেখা করেন অর্পিতা ঘোষ

এরপরেই মন্ত্রীর সঙ্গে দেখা করেন অর্পিতা ঘোষ

জানা যাচ্ছে, মুকুল রায়ের সঙ্গে দেখা করার কয়েক ঘন্টার মধ্যেই তপনে তৃণমূলের বিদায়ী বিধায়ক বাচ্চু হাঁসদার মানভঞ্জনের পালা শুরু করে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। মুকুলের সঙ্গে বাচ্চুর সাক্ষাতের বিষয়ে জানতে পারার পর তৃণমূলের সক্রিয়তা বিশেষভাব লক্ষ্যণীয়। মঙ্গলবার ছুটে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা। দুপুরে তপনে বাচ্চু হাঁসদার বাড়িতে গিয়ে দেখা করেন অর্পিতাদেবী। সূত্রের খবর, মন্ত্রীর মানভঞ্জনের জন্য সবরকম চেষ্টা করেন তিনি।

কাজ হয়নি, বিজেপিতে যোগ দিতে পারেন মন্ত্রী

কাজ হয়নি, বিজেপিতে যোগ দিতে পারেন মন্ত্রী

জানা যাচ্ছে, মানভঞ্জনে কোনও কাজ হয়নি। দলের বিরুদ্ধে তাঁর ক্ষোভ চরমে। ফলে বিজেপিতে যাওয়া নিয়ে একপ্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বাচ্চু। শোনা যাচ্ছে, সকালেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আজ বুধবারই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। অন্যদিকে এই শোনা যাচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্য রাজ্য বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার যোগদান মেলা অনুষ্ঠিত করবে। শোনা যাচ্ছে, সেই মঞ্চ থেকে বেশকিছু তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করতে পারেন। সেই তালিকাতে সম্ভবত থাকতে পারেন রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।

তৃণমূলত্যাগী বিধায়কের তালিকা যুক্ত আরও এক নাম

তৃণমূলত্যাগী বিধায়কের তালিকা যুক্ত আরও এক নাম

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করার পরই দলের অন্দরে ক্ষোভ-বি্ক্ষোভ দানা বাঁধে। বহু বিধায়ক দলের প্রতি ক্ষোভ উগরে দেন টিকিট না পেয়ে। গতদিনই মমতা-ঘনিষ্ঠ সোনালি গুহ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ী, দীপেন্দু বিশ্বাস এবং শীতল সর্দার যোগ দেন বিজেপিতে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও এক নাম।বুধবার বিকেলে তিনি বিজেপির কলকাতা পার্টি অফিসে এসে পদ্ম পতাকা হাতে তুলে নিতে পারনে। নদিয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি গৌরীশঙ্কর দত্তের এই দলবদল নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। তিনি শুধু টিকিট না পাওয়াকেই তৃণমূলের ত্যাগের কারণ হিসেবে তুলে ধরছেন না। তাঁকে না জানিয়ে প্রার্থী বদলকে তিনি মানতে পারছেন না।

English summary
ahead of west bengal assembly election 2021 mla bacchu hansda may join bjp bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X