west bengal assembly election 2021 mamat banerjee mamata banerjee tmc tmcp পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস politics
মহিলারা সবথেকে ক্ষতিগ্রস্থ! বাংলায় মোদী সফরের আগেই টুইট মমতার
আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ব্রিগেড ময়দানে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট। বিজেপিকে বিঁধে একের পর এক টুইট মুখ্যমন্ত্রীর।

মমতার টুইট
জ্বালানির দাম নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব তৃণমূল সহ বিরোধীরা। রবিবার মোদীর ব্রিগেডের সকালেই টুইট করে সেই একই ইস্যুতে টুইটে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'বিজেপি মানুষকে লুট করছে। প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়ছে। মহিলারাই এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। কেন্দ্র করের বোঝা কমাচ্ছে না। এর প্রতিবাদে আমি মহিলাদের নিয়ে একটি মিছিল করব আজ।'

মমতার মিছিল
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার দুপুরে শিলিগুড়িতে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মা-বোনদের সঙ্গে নিয়েই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক পর্যন্ত মিছিল করবেন মমতা। মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার বহন করবেন তিনি। রাজনৈতিক মহলের বক্তব্য, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরই সাধারণ মানুষের ইস্যু নিয়ে মিছিল। কলকাতা থেকে শনিবার বিকেলে বাগডোগরায় নামেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন তৃণমূলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতায় মিছিল
শিলিগুড়ির কর্মসূচি ছেড়ে সোমবার শহরে ফিরবেন মমতা। সেদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নিজের খাসতালুক ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। এদিকে, ২০২১ নির্বাচনে বহু মহিলা বিধায়ক তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। তাঁরা মমতার ওই পদযাত্রায় অংশ নেন কি না, সেদিকে নজর রয়েছে বাংলার। এদিকে এরপরই ৯ মার্চ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১০ মার্চ হলদিয়ায় তিনি দুপুর নাগাদ মনোননয়ন পেশ করবেন।