For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর প্রশংসায় দীনেশ! ফের বাড়ল প্রাক্তন তৃণমূল নেতার বিজেপি যোগের জল্পনা

ফের জল্পনা বাড়ালেন দিনেশ ত্রিবেদী! গত কয়েকদিন আগেই হঠাৎ করেই পদত্যাগ করেন বারাকপুরের প্রাক্তন এই সাংসদ। দিনেশ ত্রিবেদীর হঠাৎ পদত্যাগে প্রবল চাপে পড়ে যায় শাসকদল তৃণমূল। তৃণমূল থেকে পদত্যাগ করার আগে অবশ্যই মোদীর প্রসংসা কর

  • |
Google Oneindia Bengali News

ফের জল্পনা বাড়ালেন দিনেশ ত্রিবেদী! গত কয়েকদিন আগেই হঠাৎ করেই পদত্যাগ করেন বারাকপুরের প্রাক্তন এই সাংসদ। দিনেশ ত্রিবেদীর হঠাৎ পদত্যাগে প্রবল চাপে পড়ে যায় শাসকদল তৃণমূল। তৃণমূল থেকে পদত্যাগ করার আগে অবশ্যই মোদীর প্রসংসা করেন দীনেশ ত্রিবেদী। এরপর থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা তৈরি হয়। যদিও এখনও পর্যন্ত বিজেপিতে যোগ দেননি প্রাক্তন এই সাংসদ। তবে নতুন করে ফের জল্পনা তৈরি হয়েছে

প্রকৃত নেতা প্রধানমন্ত্রী! প্রসংসা দীনেশের

প্রকৃত নেতা প্রধানমন্ত্রী! প্রসংসা দীনেশের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। সোমবার সকালে প্রাক্তন সাংসদ তাঁর সোশ্যাল মিডিয়াতে মোদীর প্রসংসা করেন। তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী প্রকৃত নেতা। আত্মনির্ভরতার ধারক ও বাহক।' আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ দেখে ওয়াকিবহাল মহলের ধারনা, তাঁর বিজেপির যোগদানের জল্পনা আরও জোরালো। খুব শিঘ্রই হয়তো বিজেপিতে যোগ দেবেন তিনি। এমনকি, আসন্ন বিধানসভা নির্বাচনেও কি তাঁর নাম থাকতে পারে? এমনটাই জল্পনা।

করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী

সোমবার সকাল ৬টায় দিল্লির এইমস হাসপাতালে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বায়োটেেকর তৈরি কো-ভ্যাক্সিনের প্রথম ডোজ নেন তিনি। সেই ছবি নিজে টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশবাসীকে করোনা টিকা নিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। তাঁর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন দীনেশ ত্রিবেদী।

একজন সত্যিকারের নেতা, আরও লেখেন দীনেশ

একজন সত্যিকারের নেতা, আরও লেখেন দীনেশ

টুইটারে এই প্রাক্তন তৃণমূল নেতা মোদীর প্রশংসা করে আরও লেখেন, একজন সত্যিকারের নেতা। যিনি সামনে থেকে লড়াইটা করেন। এটাকেই বলে আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস।"

দীনেশের পদত্যাগে বিজেপির হাত দেখে তৃণমূল!

দীনেশের পদত্যাগে বিজেপির হাত দেখে তৃণমূল!

দীনেশ ত্রিবেদীর এই পদক্ষেপ এক প্রকার অপ্রত্যাশিতই ছিল তৃণমূল কংগ্রেসের কাছে। কেউ আগে থেকে আঁচ করতে পারেননি দীনেশ ত্রিবেদী এই পদক্ষেপ করবেন। তাই হঠাৎ করে তৃণমূল কংগ্রেস সাংসদের এই ঘোষণার নেপথ্যে বিজেপির হাত আছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি অভিযোগ করেন একুশের ভোটকে টার্গেট করে বাংলায় ঘোড়া কেনাবেচা করছে। একটি প্রথম সারির টেলিভিশন(এবিিপ আনন্দ)-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

দীনেশকে আক্রেমণ করেন সৌগতও

দীনেশকে আক্রেমণ করেন সৌগতও

দীনেশ ত্রিবেদীর দল ছাড়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন সৌগত রায়। তিনি অভিযোগ করেছেন ভোটের আগে এই কাজ করে ঠিক করেননি দীনেশ। দলকে বিপদে ফেলে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন দীনেশ। সেকারণেই তিনি ঠিক ভোটের আগে দল ছাড়ার কথা জানিয়েছেন। দল নিয়ে কোনও ক্ষোভ থাকলে তিনি দলের অন্দরে কেন আগে জানালেন না এই নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়। এটা একেবারেই ঠিক করেন নি দীনেশ আক্রমণ শানিয়েছেন সৌগত রায়।

English summary
ahead of west bengal assembly election 2021 dinesh trivedi praises pm narendra modi sparks controversy/
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X