For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় দফার ভোটের আগে উত্তপ্ত বাংলা, বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর

রাত পোহালেই নির্বাচন। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার ৭টি ও হুগলির ৮টি আসনে নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফাতে অশান্তি দেখেছে বাংলায়। এই অবস্থায় তৃতীয় দফার নির্বাচন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটা রীতিমত চ্যালেঞ

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই নির্বাচন। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার ৭টি ও হুগলির ৮টি আসনে নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফাতে অশান্তি দেখেছে বাংলায়। এই অবস্থায় তৃতীয় দফার নির্বাচন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটা রীতিমত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।

আর ভোটের আগের দিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কোথাও বিজেপি কর্মীদের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তো কোথাও আবার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ।

ভোটের মুখে লালমাটির জেলায় চড়ছে উত্তেজনার পারদ!

ভোটের মুখে লালমাটির জেলায় চড়ছে উত্তেজনার পারদ!

সামনেই ভোট। আর সেই ভোটের আগে রাজনৈতিক উত্তেজনায় চড়ছে লালমাটির জেলা। ভোটের দিন ঘোষণার অনেক আগেই বাংলার এই জেলাতেই প্রথম পা রাখে কেন্দ্রীয় বাহিনী। শুফহু হয় এরিয়া ডোমিনেশনের কাজ। কিন্তু ভোট যত এগিয়ে আসছে বীরভূমে চড়ছে রাজনৈতিক অশান্তি। জানা যায়, দুবরাজপুরে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, সাঁইথিয়ায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দুই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা দিনহাটা

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা দিনহাটা

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। সিতাইয়ের দলীয় প্রার্থীর সমর্থনে বৈঠক সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। ঘটনায় আহত দু'পক্ষের ৬ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদহে

মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদহে

সামনেই ভোট। আর ভোটের আগে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদহে। মালদহ শক্ত ঘাঁটি তৃণমূলের। যদিও বছরখানেক ধরে সেখানেও বিজেপি তাঁদের পায়ের মাটি শক্ত করেছে। আজ দুপক্ষই মনোনয়ন জমা দিতে যায়। আর সেখানে দুপক্ষ সামনা সামনি চলে আসে আর মারাত্মক আকার নেয়। দুপক্ষের মধ্যে তীব্র হাতাহাতি হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত।

বিজেপি প্রার্থীর প্রচারে হামলা

বিজেপি প্রার্থীর প্রচারে হামলা

বর্ধমানে আক্রান্ত বিজেপি প্রার্থী। কলতা মাঝির প্রচারে হামলার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত তিনজন বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি। পালটা তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির আদি এবং বনাম নব্যের লড়াই।

উলুবেড়িয়াতে আক্রান্ত বিজেপি

উলুবেড়িয়াতে আক্রান্ত বিজেপি

বিজেপির এবারের অন্যতম তারকা প্রার্থী বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী। উলুবেড়িয়া থেকে তিনি লড়ছেন। তাঁর সভা চলাকালীন হামলা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় এলাকায়। প্রচার চলাকালীনই হামলা চলে বলে অভিযোগ। এই পরেই বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। শুধু তাই নয়, রবিবার রাতে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। হাসপাতালে নিয়ে যান পাপিয়া অধিকারী।

কামারহাটিতে উত্তেজনা, উত্তেজনা শহরতলিতে

কামারহাটিতে উত্তেজনা, উত্তেজনা শহরতলিতে

কামারহাটি বিধানসভা নির্বাচনের আগে উত্তেজনা। বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মদন মিত্র উদ্দেশ্যেপ্রনদিত ভাবে কামারহাটিতে অশান্তি করানোর চেষ্টা হচ্ছে। আর সেই কারনে সকাল থেকে বিটি রোড অবরধ করা হয়। যার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ভোটের মরসুমে বঙ্গে চড়ছে রাজনৈতিক উত্তাপ। একই রাতে দু-জায়গায় উত্তেজনা। কয়েক কিলোমিটারের তফাতে রাজারহাট-গোপালপুর বিধানসভার কৈখালী চিড়িয়া মোড় এলাকা এবং বিধাননগর বিধানসভার লেকটাউন এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও বিজেপি নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত শাসক দল।

English summary
তৃতীয় দফার ভোটের আগে উত্তপ্ত বাংলাahead of west bengal assembly election 2021 clash at bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X