For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেমিকা কৌশানির বিরুদ্ধেই প্রার্থী হচ্ছেন বনি? অভিনেতার বিজেপি যোগের পরেই বাড়ল জল্পনা

বনি সেনগুপ্ত বুধবার বিজেপি-তে যোগ দিলেন। বনি-র মা পিয়া সেনগুপ্তও কৌশানীর সঙ্গে তৃণমূলে রয়েছেন। কৌশানীর সঙ্গে একই দিনে ঘাসফুলে যোগ দেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের আগে শক্তিবৃদ্ধি বিজেপির। মুকুল-দিলীপদের দলে ফের তারকা যোগ। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী, যশ, রুন্দ্রনীল সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। ইতিমধ্যে হিরণকে প্রার্থীও ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। ফের একবার ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন আরও এক তারকা। তবে প্রার্থী হবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

গত কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তনুশ্রী। এরপর থেকেই জল্পনা ছিল তাঁকে নিয়ে। দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কিছুদিন আগেই বনির প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায় যোগ দিয়েছেন তৃণমূলে। এমনকি তৃণমূলের টিকিটেই নির্বাচনে লড়ছেন তিনি। তৃণমূলে যোগ দিয়েছেন বনির মাও। গত কয়েকদিন ধরেই রাজনৈতিকমহলে জল্পনা তৈরি হয় যে সম্ভবত বিজেপিতে যোগ দেবেন বনি। সেই মতো মা এবং প্রেমিকা শাসকদলে থাকলেও তৃণমূলে যোগ দিলেন বনি সেনগুপ্ত।

প্রার্থী হওয়া নিয়ে জল্পনা

প্রার্থী হওয়া নিয়ে জল্পনা

বনির বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমনকি, কৌশানির বিরুদ্ধেও বনি প্রার্থী হতে পারেন? তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। যদিও এই প্রসঙ্গে অভিনেতা বনি জানিয়েছেন, প্রার্থী হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভাবে দলের সিদ্ধান্ত। দল যা সিদ্ধান্ত নেবে সেভাবেই এগোব বলে জানিয়েছেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে বনি আরও বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম!

মমতার জন্যে অনুপ্রাণিত

মমতার জন্যে অনুপ্রাণিত

গত কয়েকদিন আগেই শাসকদল তৃণমূলে যোগ দিয়েছেন বনির মা এবং প্রেমিকা কৌশানি! তৃণমূলে যোগ দেওয়ার পরেই বনির মা পিয়া সেনগুপ্ত জানিয়ে ছিলেন যে, আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কর্মী হিসাবে। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। আমার বাবা অভিনেতা সুখেন দাস দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়)কে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন। সেই সময় থেকে তাঁর সমস্ত কর্মযোগ্য দেখে বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে থাকতে দেখেছি। তৃতীয়বারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। অঙ্গীকার করছি আমার শেষ রক্তবিন্দু দিয়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।'' কৌশানি মুখোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি। তবে কৌশানি প্রার্থী হলেও পিয়া সেনগুপ্তকে প্রার্থী করেনি শাসকদল তৃণমূল।

বিজেপিতে যোগ দিয়েছেন তনুশ্রীও

বিজেপিতে যোগ দিয়েছেন তনুশ্রীও

বিধানসভা ভোটের আগে আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গিয়েছে টলিপাড়াও। পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাসগুপ্তের মতো তারকারা যেমন পদ্মশিবিরে যোগ দিয়েছেন, তেমনই পরিচালক রাজ চক্রবর্তী, জুন মাল্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী দে-র মতো অভিনেত্রীরা আবার ঘাসফুল বেছে নিয়েছেন। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তনুশ্রীও। এ বার নয়া সংযোজন বনি। পরিচালক অনুপ সেনগুপ্তর ছেলে বনির বিজেপি-তে যোগদান যদিও কাকতালীয় নয়। বেশ কিছু দিন ধরেই গেরুয়া নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চলছিল তাঁর। অবশেষে দিলীপ, রাজীবদের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন এই অভিনেতা।

বুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরা বুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরা

English summary
ahead of west bengal assembly election 2021 tollywood actor bani sengupta join bengal bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X