For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় পা রাখার আগেই সোশ্যাল মিডিয়াতে কি লিখলেন যোগী আদিত্যনাথ!

ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ! ভোট ঘোষণা হতেই বিজেপি কেন্দ্রীয় নেতাদের যাতায়াত বাড়ছে বঙ্গে। আগামি রবিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। কয়েক দফায় বাংলা ঘুরে গিয়েছেন অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ! ভোট ঘোষণা হতেই বিজেপি কেন্দ্রীয় নেতাদের যাতায়াত বাড়ছে বঙ্গে। আগামি রবিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। কয়েক দফায় বাংলা ঘুরে গিয়েছেন অমিত শাহ।

ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই বাংলায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ মঙ্গলবার মালদহে সভা করার কথা রয়েছে তাঁর। বাংলাৎয় পা রাখার আগে টুইট যোগীর। যা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ

বাংলায় পা রাখার আগেই টুইট যোগীর!

বাংলায় পা রাখার আগেই টুইট যোগীর!

মঙ্গলবার দুপুরে মালদহে আসবেন যোগী আদিত্যনাথ। তার আগে ট্যুইট করলেন তিনি। সেখানে তিনি লেখেন, : 'সনাতন সংস্কৃতির পীঠস্থানে আসতে পারছি আমার সৌভাগ্যে।' শুধু তাই নয়,বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীর ভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা। টুইটে লেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনৈতিকভাবে এদিনের যোগীর সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মোট ১২ বিধানসভা আসনের এই জেলায় দু'দফায় ভোটগ্রহণ হবে। ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই জেলা। সেখানেই আজ বিজেপির হয়ে প্রচার করবেন হিন্দুত্বের বার্তাবাহী যোগী আদিত্যনাথ।

কর্মীদের আসতে বাধা

কর্মীদের আসতে বাধা

যোগী আদিত্যনাথের সভায় যোগ দিতে বিভিন্ন জায়গায় বাধা, ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা বুলবুল খানের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। কয়েক ঘন্টা ধরে চলছে বিক্ষোভ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর এলাকায়। যদিও এই সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা বুলবুল।

বিজেপির পাখির চোখ মালদহ

বিজেপির পাখির চোখ মালদহ

আপাতত উত্তরবঙ্গের ৫৪ আসনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যেই উত্তরবঙ্গে কোচবিহারে অমিত শাহ সফর করেছেন। কয়েকদিন আগে রাজনাথ সিং থেকে জেপি নাড্ডাদের দেখা গিয়েছে সেখানে। মালদায় ভোজ রাজনীতিতে লাইমলাইট কাড়েন জেপি নাড্ডা। এরপর আজ মালদার গাজোলে যোগী আদিত্যনাথের সভা। মনে করা হচ্ছে বিজেপির জন্য গাজোল একটি সম্ভাবনাময় দিক। কারণ সেখানের বিধায়ক কয়েকদিন আগেই দলবদল করে বিজেপিতে এসেছেন।

কড়া নিরাপত্তায় এলাকায়

কড়া নিরাপত্তায় এলাকায়

যোগীর সভামঞ্চে থাকবে একাধিক বিজেপি নেতা। জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ এসে পৌঁছনোর কথা যোগী আদিত্যনাথের। মঞ্চে যোগী আদিত্যনাথের সঙ্গে থাকবেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, অর্জুন সিংহ, সায়ন্তন বসু, হিরণ চট্টোপাধ্যায়রা। যোগীর সভামঞ্চের এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় চলছে তল্লাশি। পুলিশ কুকুর দিয়েও তল্লাশি চালানো হয়। নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

English summary
ahead of west bengal assembly eection 2021cm yogi tweets before coming to bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X