For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়! পুরুলিয়ার সভা থেকে ফের বললেন মমতা

নজরে বিধানসভা নির্বাচন। নন্দীগ্রামে আহত হওয়ার পর সোমবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাক টু ব্যাক সভা ঝালদা-পুরুলিয়াতে। কয়েকদিনের বিশ্রাম। ফের মাঠে নামলেন নেত্রী। আর মাঠে নেমেই দি

  • |
Google Oneindia Bengali News

নজরে বিধানসভা নির্বাচন। নন্দীগ্রামে আহত হওয়ার পর সোমবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাক টু ব্যাক সভা ঝালদা-পুরুলিয়াতে। কয়েকদিনের বিশ্রাম। ফের মাঠে নামলেন নেত্রী। আর মাঠে নেমেই দিলেন খেলা হবে স্লোগান।

একই সঙ্গে ঝালদার সভা থেকে হুইল চেয়ারে বসেই বিজেপি-কে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূল কর্মী-সমর্থকদেরও লড়াই করার বার্তা দেন তিনি। তবে ঝালদার সভা থেকে তাঁর আহত হওয়ার পিছনে একটি ঘটনা বললেও বলরামপুরের সভা থেকে ফের মমতা দাবি করেন, নন্দীগ্রামে তাঁর গাড়ির দরজা চেপে দেওয়া হয়েছিল!

আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়, ফের বললেন মমতা

আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়, ফের বললেন মমতা

সভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে মানুষকে নমস্কার করছিলাম। তখন আমার গাড়ির দরজা এমনভাবে চেপে দেওয়া হয় বড় চোট পাই। আমাকে চিকিৎসকরাও বলেছিলেন ১৫ দিন একদম উঠতে পারবেন না। আমি বললাম, আপনারা চিকিৎসাটা করে দিন। বাকি আমি ঠিক হুইল চেয়ারে মানুষের কাছে পৌঁছে যাব। আমায় হাজরায় মাথা ফাটানো হয়, দু'হাত ভাঙা নয়, অনেক মার খেয়ে এখানে এসেছি। অনেকে ভেবেছিল মমতা ভোটের সময় বেরোতে পারবে না। ডুগডুগি বাজিয়ে দেব। কিন্তু আমি ভাঙি তবু মচকাই না। যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, কন্ঠ চলবে তা রোখার দুঃসাহস যেন কেউ না দেখায়। আমি রাস্তায় থেকেই লড়াই করি। আমি স্ট্রিট ফাইটার। যদিও এর আগের একটি সভা থেকে ঘটনার উল্লেখ করে ছিলেন মমতা!

 একটি ঘটনায় পায়ে চোট লাগে আগের সভায় বলেন নেত্রী

একটি ঘটনায় পায়ে চোট লাগে আগের সভায় বলেন নেত্রী

ঘটনার পর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ বাঘমুন্ডির সভা থেকে মমতা বলেন, ১০ তারিখে একটি ঘটনায় পায়ে চোট লাগে। আর সেই চোটের জন্য সারা শরীরে চোট। পায়ে পুরো প্লাস্টার হয়েছে। হাঁটাচলা করতে পারছি না। নির্বাচনের সময়, আমি মনে করি আমার যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা বেশি। শুধু তাই নয়, সেদিন কপাল জোরে বেঁচে গিয়েছি। বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ওরা ভেবেছিল এমন অবস্থার পর প্রচার করতে পারব না। কিন্তু মনের জোর অনেক বেশি। আর সেই জোরই মানুষের কাছে আমাদের নিয়ে আসে বলে দাবি নেত্রীর।

সাংসদদের বিধানসভায় টিকিট দেওয়া নিয়েও কটাক্ষ মমতার

সাংসদদের বিধানসভায় টিকিট দেওয়া নিয়েও কটাক্ষ মমতার

একাধিক সাংসদকে এবার বিধানসভায় টিকিট দিয়েছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ একাধিক সাংসদ রয়েছেন। বিজেপির এহেন সিদ্ধান্তকেও কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আজ পর্যন্ত দেখাক বিজেপি একটা কাজ করেছে। বাংলা থেকে ১৮ জন এমপি। কোনও কাজ নেই। এখন তাঁরা বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে। এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি। জিজ্ঞাসা করুন কী কী করবে আর

বাড়িতেই পৌঁছে যাবে এবার রেশন

বাড়িতেই পৌঁছে যাবে এবার রেশন

পুরুলিয়ার সভা থেকে এবার বিনামূল্যে রেশন বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার বাড়ি বাড়ি রেশন দেওয়ার কথা জানালেন মমতা।

‘বিজেপির ন্যাকা কান্নায় ভুলবেন না’

‘বিজেপির ন্যাকা কান্নায় ভুলবেন না’

এদিন সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণের উদ্দেশ্যে মমতা বলেন, বিজেপির ন্যাকা কান্নায় ভুলবেন না। ওরা ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনে, আর দু'ঘণ্টার জন্য ঘর ভাড়া নেয়। আর দেখায় গরীবদের ঘরে খাচ্ছে। ওসব ফাঁদে পা দেবেন না। আপনাদের একটাই মন্ত্র হোক, বিজেপি হঠাও দেশ বাঁচাও। আর কংগ্রেসকে তো একটাও ভোট নয়। ওরা একটা সিট নিয়ে বিজেপির সঙ্গে দালালি করে। অথর্ব পাথর। নড়েও না চড়েও না। ধাক্কা মেরে সরিয়ে দিন কংগ্রেসকে।

English summary
ahead of west bengal assembly eection 2021 mamata-banerjees-second-rally-at-purulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X