সাগরে সক্রিয় অতিপ্রবল ঘূর্ণিঝড় অশনি! বাংলার কৃষকদের উদ্দেশে জারি সতর্কতা
বঙ্গোপসাগর (Bay of Bengal) অতিপ্রবল নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অশনিতে (Cyclone Asani) পরিণত হয়েছে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে অতিপ্রবল নিম্নচাপে পরিণত হতে চলেছে। আবহাওয়া (weather) দফতর ইতিমধ্যেই জানিয়েছে, এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১১-১৩ মের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। যা নিয়ে রাজ্যের কৃষি দফতরের (agricultire dept) তরফে কৃষকদের (farmers) উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে।


আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১০-১৩ মে-র মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সতর্কবার্তায় বলা হয়েছে, উপকূলের জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ১১-১৩ মের মধ্যে ভারী বৃষ্টি(৭-১১ সেমি) হতে পারে।

কৃষকদের উদ্দেশে নির্দেশিকা
মাঠের পাকা ধান কেটে খুব তাড়াতাড়ি গুদামজাত করতে হবে এবং প্রয়োজনে যন্ত্রের সাহায্য নিতে হবে।
সবজি, তৈলবীজ বিশেষ করে তিন, চিনাবাদাম, ডালশস্য যেমন মুগ, কলাই, ইত্যাদির জমিতে জমা জল দ্রুত বের করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দুর্যোপ পরবর্তী সময়ে প্রতিরোধক হিসেবে ছত্রাকনাশ ব্যবহার করতে হবে।
আখ গাছকে দু-তিন রকম উচ্চতায় সারির একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত আখপাতা ব্যবহার করে প্যাঁচ দিয়ে বেঁধে দেওয়া যেতে পারে এবং দু-পাশে বাঁশ দিয়ে টেনে বেঁধে রাখা যেতে পারে।
সবজি ও অন্য ফলের ক্ষেত বিশেষ করে পেঁপে, কলা জাতীয় ফল, যেগুলির ঃড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই ফসলগুলি যাতে ঝড়ে সহজে ক্ষতিগ্রস্ত না হয়, তার ব্যবস্থা করতে হবে।
সবজির মাচা ও পানের বরোজকে শক্ত করে বাঁধার ব্যবস্থা করতে হবে, যাতে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করা যায়।

আবহাওয়ার বুলেটিন লক্ষ্য রাখার নির্দেশ
কৃষি দফতর থেকে বলা হয়েছে, কৃষকরা যেন আবহাওয়া পরবর্তী বুলেটিন গুলোর দিকে নজর রাখেন এবং পরবর্তী বুলেটিনগুলোর প্রতি লক্ষ্য রেখে ফসলের ক্ষেত বাঁচাতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেন।

সমস্যার সমাধানে কৃষি অফিসে যোগাযোগ
এছাড়াও কৃষি সংক্রান্ত কোনও সমস্যায় কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে কৃষি দফতর থেকে।