For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষোভ বাড়ছে শহরে, চেতলায় নিজের এলাকাতেই ঘেরাও প্রশাসক ফিরহাদ হাকিম

ক্ষোভ বাড়ছে শহরে, চেতলায় নিজের এলাকাতেই ঘেরাও প্রশাসক ফিরহাদ হাকিম

Google Oneindia Bengali News

ক্ষোভে ফুঁসছে শহর। তার প্রতিফল ঘটল প্রশাসক ফিরহাদ হাকিমের নিেজর এলাকা চেতলাতেই। কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টাইন সেন্টার গড়ার প্রতিবাদে প্রশাসক ফিরহাদকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এর আগে দলের অন্দরেই ফিরহাদকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে তা প্রকাশ্যে এসে পড়েছে।

ফিরহাদকে ঘিরে বিক্ষোভ

ফিরহাদকে ঘিরে বিক্ষোভ

চাপ বাড়ছে প্রশাসকের উপর। আম্ফান পরবর্তী পরিস্থিতিতে পুরসভার কর্মকাণ্ডে একেবারেই সন্তুষ্ট নন শহরবাসী। চেতলায় তার বহিঃপ্রকাশ ঘটল। এলাকার পুর কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা হচ্ছে এই অভিযোগে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। প্রশাসক ফিরহাদ হাকিমকে ঘেরাও করেই বিক্ষোভ দেখান তাঁরা।

গুজব বলে আস্বস্ত করলেন ফিরহাদ

গুজব বলে আস্বস্ত করলেন ফিরহাদ

চেতলার পুর কমিউনিিট হলে বেশ কিছু বেড এবং চিকিৎসার সরঞ্জাম রাখা হয়েছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন এখানে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার চেষ্টা চলছে। যদিও পুরোটাই গুজব বলে আশ্বস্ত করেছেন প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন এখানে সেগুলি মজুত করে রাখা হয়েছে। তবে কোয়ারেন্টাইন সেন্টার করা হবে না। কিন্তু চেতলায় যাকে প্রশাসকের নিজের এলাকা বলা হয় সেখানে তাঁকে ঘিরে এই বিক্ষোভ চাপ বাড়িয়েছে শাসক শিবিরে।

দলের অন্দরে বিক্ষোভ

দলের অন্দরে বিক্ষোভ

দলের অন্দরেই প্রশাসক ফিরহাদকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কারোর সঙ্গে ফিরহাদ হাকিম পরামর্শ করেননি বলে সরাসরি অভিযোগ করেছেন দলের বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডে। এই নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। প্রশাসক ফিরহাদ হাকিমও পাল্টা দাবি করেছে রাস্তায় নেমে কাজ করতে হলে আলোচনা করার সময় থাকে না।

আম্ফান পরিস্থিতি নিয়ে উত্তেজনা

আম্ফান পরিস্থিতি নিয়ে উত্তেজনা

শহরে আম্ফান পরবর্তী পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। বিদ্যুতের দাবিতে শহরের রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। যদিও বিদ্যুৎ ফেরানো সিইএসসির দায়িত্ব বলে দায় সেরেছেন সরকার এবং পুরসভা।

বিজেপির পরিযায়ী অস্ত্র ভোঁতা করতে পাল্টা চাল মমতা সরকারের, ১০০ দিনের কাজ নিয়ে নয়া সিদ্ধান্তবিজেপির পরিযায়ী অস্ত্র ভোঁতা করতে পাল্টা চাল মমতা সরকারের, ১০০ দিনের কাজ নিয়ে নয়া সিদ্ধান্ত

English summary
Agitation against Firhad Hakim in Chetla for coronavirus quarentine center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X