For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার ফাঁস মাধ্যমিকের প্রশ্ন! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্ন নিয়ে তোলপাড় রাজ্য

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বাধল বিপত্তি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে পড়ল এবারও। পরীক্ষা শুরুর পরই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে মোবাইলে মোবাইলে।

  • |
Google Oneindia Bengali News

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বাধল বিপত্তি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে পড়ল এবারও। পরীক্ষা শুরুর পরই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে মোবাইলে মোবাইলে। অভিযোগ, মধ্যশিক্ষা পর্ষদের বজ্র আঁটুনিকে ফসকা গেরো করে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয় মোবাইলে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যে।

আবারও মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্নে চাঞ্চল্য রাজ্যজুড়েআবারও মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্নে চাঞ্চল্য রাজ্যজুড়ে

জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের মোবাইলে আসে এই ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি। তিনিও হতবাক মোবাইলে ফাঁস হওয়া ছবি দেখে। এই ঘটনায় শিক্ষা দফতরের আধিকারিকদের মধ্যে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তেমনই তদন্তের নির্দেশ দেন জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্ত। জেলার সব স্কুলকে তিনি সতর্ক করে দেন।

এদিনই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পত্রের পরীক্ষা ছিল মঙ্গলবার। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। ছাত্রদের থেকে এবারও ছাত্রীদের হার বেশি। প্রায় ১৩ শতাংশ বেশি ছাত্রী এবার মাধ্যমিক দিচ্ছেন।

প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টির তথ্য তালাশ শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতবছরও স্কুলের ভিতর থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তা নিয়ে রাজ্য উত্তাল হয়। এবার তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছিল পর্যদ। মোবাইল-ইন্টারনেটেও নিয়ন্ত্রণ করা হয়েছিল। তারপরও ঘটে গেল প্রশ্নপত্র ফাঁসের ঘটনা।

English summary
Again question of Madhyamik Examination is leaked in social media. West Bengal board of secondary examination starts from 12 February,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X