For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ! গুলিবিদ্ধ ৩ জন ভর্তি কলকাতার হাসপাতালে

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ৩ পুলিশকর্মী গুলিতে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ৩ পুলিশকর্মী গুলিতে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁদেরকে রাতেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ! গুলিবিদ্ধ ৩ জন ভর্তি কলকাতার হাসপাতালে

দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছিল কালীপুজোর আগে থেকেই। এদিন খবর আসে সন্দেশখালির আতাপুরের ভেড়িতে জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই মতো অভিযান চালায় জেলাপুলিশ। তবে অভিযান চালাতে গিয়ে একটু রাত হয়েছিল। পুলিশি হানার পাল্টা হিসেবে, দুষ্কৃতীরা হামলা চালায়। সূত্রের খবর অনুযায়ী, ১ এএসআই, ১ সিভিক ভলান্টিয়ার-সহ তিনজন গুলিতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রাতেই আহত পুলিশকর্মীদের বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে পুলিশের ওপর হামলার খবর পাওয়ার পরেই এলাকায় আরও বাহিনী পাঠানো হয়। এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় পুলিশ আক্রান্ত হয়েছিল। তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে যাওয়া এক কনস্টেবলকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়েছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল চারজনকে।

বিশ্বকর্মা পুজোর রাতে দুই মদ্যপ যুবকের সংঘর্ষ থামাতে গিয়ে ব্যাপক মার খেয়েছিলেন বারুইপুর থানার সাব ইনস্পেক্টর দীপঙ্কর দাস। তাঁকে গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

English summary
Again police is attacked, three are shot at in Sandeshkhali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X