For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গার্ডারের ফাটল বেড়ে বিপত্তি, কল্যাণীর ঈশ্বরীগুপ্ত সেতুতে বন্ধ যান চলাচল

আট মাসের ব্যবধানে ফের ঈশ্বরীগুপ্ত সেতুতে বিঘ্ন ঘটল। গত ১৬ ডিসেম্বর কল্যাণীর ঈশ্বরী গুপ্ত সেতুতে গার্ডার বসে গঙ্গার উপর ঝুলতে থাকে। বন্ধ হয়ে যায় সমস্ত রকম যান চলাচল।

Google Oneindia Bengali News

ফের ফাটল ঈশ্বরী গুপ্ত সেতুতে। ফলে বন্ধ হয়ে গেল এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল। শুধু হালকা যান চলাচল করবে নদিয়ার কল্যাণীর ঈশ্বরী গুপ্ত সেতুতে। প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ৬ চাকা ও ১০ চাকা যান চলাচল বন্ধ। যুদ্ধকালীন তৎপরতায় সেতু মেরামতের কাজ শুরু করা হয়েছে।

দু-টি গাডারের মধ্যে ফাটল বেড়ে যাওয়াতেই ফের বিপত্তি বাধে। নদিয়া ও হুগলির মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আট মাসের ব্যবধানে ফের ঈশ্বরীগুপ্ত সেতুতে বিঘ্ন ঘটল। গত ১৬ ডিসেম্বর কল্যাণীর ঈশ্বরী গুপ্ত সেতুতে গার্ডার বসে গঙ্গার উপর ঝুলতে থাকে। বন্ধ হয়ে যায় সমস্ত রকম যান চলাচল।

কল্যাণীর ঈশ্বরীগুপ্ত সেতুতে ফের বন্ধ যান চলাচল

যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু ২০ দিন পর ব্রিজে হালকা যান চালচল শুরু হয়। দ্বিতীয় দফায় মেরামতের পর মে মাসে শুরু হয় ভারী যান চলাচল। অতএব ভারী যান চলাচল শুরু হওয়ার মাত্র চারমাসের মধ্যেই বিপত্তি বাধে।

১৯৮৯ সালের ৬ অক্টোবর ঈশ্বর গুপ্ত সেতুর উদ্বোধন হয়েছিল। সেই নিরীখে মাত্র ২৮ বছরের মধ্যেই কেন এই হাল হল তা নিয়ে ধন্দে ইঞ্জিনিয়াররা। প্রথম থেকেই এই সেতুতে গলদ থাকায় এই ব্রিজে এ ধরনের গুরুতর সমস্যা দেখা দিল। এদিন ফের ঈশ্বরী গুপ্ত সেতুতে বিপত্তি দেখা দেওয়ায় ভারীয় যানগুলিকে ৪০ কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হবে। নদিয়া-হুগলি যান চলাচলে ফের সমস্যা।

English summary
Again movement of heavy car closed over Iswari Gupta Bridge of Kalyani due to crack between two girder.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X