For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যত কাণ্ড মাতৃভূমি লোকালে ঘিরে, ফের বনগাঁ শাখায় স্তব্ধ রেল চলাচল

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ অগাস্ট : মাতৃভূমি লোকাল ঘিরে উত্তেজনা যেন কিছুতেই থামছে না। এবার মাতৃভূমি লোকালে জেনারেল কামরার দাবিতে সরব হলেন শিয়ালদহ-বনগাঁ শাখার পুরুষেরা। [মাতৃভূমি লোকাল ঘিরে রণক্ষেত্র খড়দহ]

এদিন সকাল থেকেই বনগাঁ শাখায় রেল চলাচল বিপর্যস্ত। হাবরা, অশোকনগর, গোবরডাঙা, বিড়া স্টেশনে অবরোধে শামিল হয়েছেন পুরুষযাত্রীরা। তাদের দাবি মহিলাদের জন্য নির্ধারিত মাতৃভূমি লোকালের মাঝের কামরায় পুরুষদের উঠতে দিতে হবে। [এবার বনগাঁ শাখায় মাতৃভূমি লোকাল ঘিরে মহিলা যাত্রীদের বিক্ষোভ]

যত কাণ্ড মাতৃভূমি লোকালে ঘিরে, ফের বনগাঁ শাখায় স্তব্ধ রেল


আর এই দাবিকেই কেন্দ্র করে এদিনের অবরোধ। আর যার জেরে সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে বনগাঁ শাখায় পুরোপুরি বিপর্যস্ত ট্রেন চলাচল। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]

কিছুদিন আগেই মেন লাইনে রানাঘাট মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রী ওঠা নিয়ে তুমুল বিতণ্ডা বাঁধে খড়দহ স্টেশনে। এরপরে বনগাঁ শাখাতেও মাতৃভূমি লোকাল ঘিরে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের পরে রেলমন্ত্রী সুরেশ প্রভু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত হয়, মাতৃভূমি লোকাল শুধু মহিলাদের জন্যই নির্ধারিত থাকবে। [আর 'ওয়েটিং লিস্ট' নয়, একেবারেই রেলের 'কনফার্ম' টিকিট কাটুন]

তবে এদিনের বিক্ষোভের পর ফের তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও পূর্ব রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এমতাবস্থায় পুরুষযাত্রীদের বিক্ষোভের জের কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

English summary
Again Matribhumi local train blocked in Bangaon section
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X