For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিকেও জেলার বাজিমাত, পূর্ব মেদিনীপুরের সাফল্যে ভাগ বসাল নতুন জেলা কালিম্পং

কলকাতাকে টেক্কা দিয়ে ফের জেলারই জয়জয়কার। মেধা তালিকা থেকে শুরু করে পাসের হারে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা।

Google Oneindia Bengali News

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও সেরার তকমা ছিনিয়ে নিল জেলা। আর স্পষ্ট করে বললে ফের দক্ষিণবঙ্গকে হারিয়ে সেরা হল উত্তরবঙ্গ। জলপাইগুড়ির গ্রন্থন এবার উচ্চমাধ্যমিকের উত্তরবঙ্গকে তুলে ধরল সবার উপরে। কলা বিভাগে রেকর্ড নম্বর পেয়ে নজির গড়ল গ্রন্থন সেনগুপ্ত। কলকাতাকে টেক্কা দিয়ে ফের জেলারই জয়জয়কার। পাসের হারে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা।

উচ্চমাধ্যমিকেও জেলার বাজিমাত, পূর্ব মেদিনীপুরের সাফল্যে ভাগ বসাল নতুন জেলা কালিম্পং

পাসের হারে মাধ্যমিকের মতো সেরা হয়েছে পূর্ব মেদিনীপুর। তবে এবার এককভাবে নয়, তাঁদের সেরার স্বীকৃতিতে এবার ভাগ বসিয়েছেন নতুন জেলা কালিম্পংও। পাসের হার কমে যখন এবার ৮৩.৭৫ শতাংশ, সেখানে পূর্ব মেদিনীপুর ও কালিম্পংয়ে এবার পাসের হার ৯০ শতাংশ।

তবে মেধা তালিকায় এবার কলকাতার ১০ জন স্থান করে নিয়েছে। প্রথম দশে মোট ৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে কলকাতা থেকে ১০ জনের স্থান কলকাতাকে শীর্ষে তুলে ধরেছে। মাধ্যমিকে মাত্র দুজন স্থান পেয়েছিল প্রথম দশের ৫৬ জনের তালিকায়। সেই নিরিখে ৮০র মধ্যে ১০ জনের স্থান উচ্চমাধ্যমিকে উচ্চস্থানে তুলে ধরল কলকাতাকে।

[আরও পড়ুন:মাধ্যমিকের পথ ধরে এগোচ্ছে উচ্চমাধ্যমিকও! ২০১৯-এ কবে পরীক্ষা জেনে নিন এখনই][আরও পড়ুন:মাধ্যমিকের পথ ধরে এগোচ্ছে উচ্চমাধ্যমিকও! ২০১৯-এ কবে পরীক্ষা জেনে নিন এখনই]

সেইসঙ্গে এবার ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা বেশি হলেও, পাসের হারে ছাত্রদের টেক্কা দিয়ে এগিয়ে ছাত্রীরা। ছা্ত্রদের পাসের হার ৪৭ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৫৩ শতাংশ। ২৩টির মধ্যে ১৮টি জেলায় পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

English summary
Again Districts beats Kolkata in higher secondary examination result. Kalimpang and East Midnapur are in top among all districts,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X