For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের হুড়োহুড়ি 'দুয়ারে সরকার' ক্যাম্পে! হাওড়ায় পদপিষ্ট কমপক্ষে ১২

মালদহের ঘটনার পুনরাবৃত্তি হল হাওড়ায়। বেলা ১০ টায় দুয়ারে সরকার (duare sarkar) ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও, তার আগেই ভিড় জমে যায় বাল্টিকুরি মুক্তারাম দে হাইস্কুলের গেটে। গেট খুলতেই বহু মানুষ একসঙ্গে ঢুকতে যান। সেই

  • |
Google Oneindia Bengali News

মালদহের ঘটনার পুনরাবৃত্তি হল হাওড়ায়। বেলা ১০ টায় দুয়ারে সরকার (duare sarkar) ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও, তার আগেই ভিড় জমে যায় বাল্টিকুরি মুক্তারাম দে হাইস্কুলের গেটে। গেট খুলতেই বহু মানুষ একসঙ্গে ঢুকতে যান। সেই সময়ই পদপিষ্ট (stampede) হন অন্তত ১২ জন। এঁদের বেশিরভাগই মহিলা বলে জানা গিয়েছে। তাঁদেরকে হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কিছুক্ষণ কাজ বন্ধ রাখা হলেও, পরে অবশ্য শুরু হয়।

বাংলা জুড়ে চেনা ছবি

বাংলা জুড়ে চেনা ছবি

গত কয়েকদিন ধরে বাংলা জুড়ে চেনা ছবি। উত্তরবঙ্গই হোক কিংবা দক্ষিণবঙ্গ, রাত থেকে লাইন পড়ছে দুয়ারে সরকার ক্যাম্পে। সকাল ১০ টা থেকে ক্যাম্প খোলার কথা থাকলেও সেই সময়ের আগেই পাঁচ-ছশো থেকে হাজার জনের লাইন পড়ে যাচ্ছে। এই ভিড়মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতেই। ভিড় করছেন মহিলারা। কেননা ভোটের আগে গত ডিসেম্বরে যে দুয়ারে সরকারে ক্যাম্প বসেছিল, সেখানে স্বাস্থ্যসাথী প্রথমবারের জন্য সবার কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তবুও সেখানে এত ভিড় হয়নি।

হাওড়ার বাল্টিকুড়িতে হুড়োহুড়ি

হাওড়ার বাল্টিকুড়িতে হুড়োহুড়ি

এদিন হাওড়ার বাল্টিকুড়ির মুক্তারাম দে স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ১০টায়। অন্যসব জায়গার মতোই ভোর থেকেই লাইন পড়েছিল সেখানে। তবে পর্যাপ্ত পুলিশ ছিল না সেখানে, অভিযোগ সেখানে যাওয়া স্থানীয় মানুষের। সে সংখ্যায় পুলিশ ছিল, না নিতান্তই নগন্য। স্কুলের গেট খুলতেই, কে কার আগে যাবেন তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেই সময় একে অপরের ওপরে গিয়ে পড়েন। এঁদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। কমপক্ষে ১২ জন আহত হন। তাঁদেরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে ক্যাম্পের কাজ সাময়িক বন্ধ রাখা হলেও. পরে বিশাল পুলিশ বাহিনী দিয়ে কাজ শুরু করা হয়। লাইনে নতুন করে যাতে অশান্তি না হয়, তার জন্য প্রশাসনের তরফে নজরদারি করা হচ্ছে।

১৮ অগাস্ট মালদহে ক্যাম্পেও দুর্ঘটনা

১৮ অগাস্ট মালদহে ক্যাম্পেও দুর্ঘটনা

১৮ অগাস্ট মালদহের সাহাপুর হাইস্কুলে দুয়ারে ক্যাম্পে এই ধরনের ঘটনা ঘটে। সেখানেও ভোর থেকেই ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর গেট খুলতেই হুড়োহুড়ি। কে কার আগে ঢুকতে পারেন, তার প্রতিযোগিতা। সেদিনও পদপিষ্ট হয়েছিল কমপক্ষে নয়জন। সেদিনও আহতদের বেশিরভাগই ছিলেন মহিলা। অধিকাংশকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবার সেই একই ঘটনা ঘটল হাওড়ায়।

দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাড়তি সতর্কতা

দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাড়তি সতর্কতা

আগেরবার ছিল স্বাস্থ্যসাথী আর এবার লক্ষ্মীর ভাণ্ডার। সাধারণ মহিলাদের মাসে মাসে নগদ ৫০০ টাকা আর তফশিল ভফুক্ত মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। প্রতিদিনই কোনও না কোনও জায়গায় থেকে হুড়োহুড়ি কিংবা ফর্ম বিক্রির অভিযোগ আসছে। ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বলা হয়েছে, যেসব জায়গায় এইক্যাম্প করা হবে, সেইসব জায়গার পঞ্চায়েত সদস্য কিংবা ক্লাবের সদস্যরা যুক্ত থাকতে পারবেন না। নবান্নের তরফ থেকে আশা, অঙ্গনওয়াড়ি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই কাজে সাহায্য করতে বলা হয়েছে। প্রয়োজন পড়লে সেল্ফ, হেল্প গ্রুপ কিংবা কলেজের ছাত্রছাত্রীদের কাজে লাগাতে বলা হয়েছে।

নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। ৮ দিনে প্রায় ৬০ লক্ষ আবেদন জমা পড়েছে এই প্রকল্পে। ১ সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে শুরু করবে। রাজ্যে চলা দুয়ারে সরকার ক্যাম্পে মঙ্গলবারের হিসেব অনুযায়ী প্রায় ১ কোটি ১৬ লক্ষ জন এসেছেন। সাধারণভাবে যেসব আবেদন জমা পড়েছে, তার মধ্যে ৬০ শতাংশই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। চাপ সামলাতে ক্যাম্পের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে নবান্ন।

ইতিমধ্যেই আবেদনপত্র বিক্রি এবং তা পূরণ করে দেওয়ার নাম করে টাকা আদায়ের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কাউকে জলপাইগুড়ি, কাউকে শিলিগুড়ি কিংবা কাউকে দক্ষিণবঙ্গের অন্য করোনও জায়গা থেকে ধরা হয়েছে। একটি ফর্মা যাতে অন্য কোথাও ব্যবহার করা না যায়, তার জন্য ইউনিক নম্বর থাকছে। ফর্ম থায়ে ডুপ্লিকেট না হয়, তার জন্য এই ইউনিক নম্বর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চালু হতে চলেছে মোদী সরকারের নতুন পোর্টাল! এই ই-শ্রম পোর্টালের কাজ কী, কাদের-কী উপকার করবেচালু হতে চলেছে মোদী সরকারের নতুন পোর্টাল! এই ই-শ্রম পোর্টালের কাজ কী, কাদের-কী উপকার করবে

English summary
After Malda Again Chaos in Duare Sarkar camp, stampede atleast 12 people in Howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X