ফের বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, কী ঘটল তারপর
ফের বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। এবার বিস্ফোরণ খোদ তৃণমূল নেতার বাড়িতে। বুধবার বীরভূমের লোকপুরে বারাবনি গ্রামে আইনুস খানের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনজন গুরুতর জখম হন এই ঘটনায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
আইনুস খান তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। অভিযোগ, ওই বাড়িতে বোমা মজুত ছিল। সেই বোমা ফেটেই বিস্ফোরণ ঘটে। যদিও তৃণমূল নেতার তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তিনি জানান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই ঘটনা।

বারবার লোকপুরেই এই ধরনের ঘটনা ঘটে চলায় প্রশাসন চিন্তিত। আগস্ট মাসের শুরুতেই লোকপুরের ডেমুটিয়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, অ্যাজবেস্টারের ছাদ উড়ে গিয়ে একটি গাছে আটকে যায়।
মাত্র এক কিলোমিটার ব্যবধানে বারাবনি গ্রামে ফের ঘটে গেল একইরকম বিস্ফোরণের ঘটনা। বাড়ির চাল উড়ে গেল বোমা বিস্ফোরণে। দেওয়ালও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গ্রাম। পুরো গ্রামেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরোধীদের অভিযোগ, বীরভূমে সন্ত্রাস চালানোর জন্যই বোমা মজুত রাখা হয়েছিল। তৃণমূল যে সন্ত্রাসের পরিবেশ জারি রাখতে চাইছে, এই ঘটনা তার প্রমাণ। প্রশাসন সব জেনেও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ। সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকায় বারবার তৃণমূল নেতাদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে চলেছে।