For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটে 'দিদিকে বলো'র পাল্টা 'বিজেপিকে বলো', টোল ফ্রি নম্বর চালুর ঘোষণা দিলীপের

মমতার অস্ত্রেই তৃণমূলকে কাবু করতে চায় বিজেপি। তাই মমতার ছক ধার করেই এবার পুরোভোটের আগে রাজ্যে 'বিজেপিকে বলো' চালু করতে চলেছেন অমিত শাহরা।

Google Oneindia Bengali News

মমতার অস্ত্রেই তৃণমূলকে কাবু করতে চায় বিজেপি। তাই মমতার ছক ধার করেই এবার পুরোভোটের আগে রাজ্যে 'বিজেপিকে বলো' চালু করতে চলেছেন অমিত শাহরা। বৃহস্পতিবার সেকথা ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 'বিজেপিকে বলো' কর্মসূচির জন্য শীঘ্রই টোল ফ্রি নম্বর ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন দিলীপ।

'বিজেপিকে বলো'

'বিজেপিকে বলো'

বিধানসভা ভোটের আগে রাজ্যের পুরভোটকে টার্গেট করেছে বিজেপি। তার জন্য ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপিতে। পুরভোটের জন্য মুকুল রায়কে দলের আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। একের একে পরিকল্পিত পদক্ষেপ করছে বিজেপি। এবার পুর এলাকার বাসিন্দাদের অভিযোগ জানার জন্য 'বিজেপিকে বলো' কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য বিজেপি। তার জন্য টোল ফ্রি নম্বরও চালু করা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি পুর এলাকার বাসিন্দারা পরিষেবা থেকে রাজনীতি সব বিষয়েই এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন।

মমতার 'দিদিকে বলো'

মমতার 'দিদিকে বলো'

লোকসভা ভোটে খারাপ ফলের পর 'দিদিকে বলো' কর্মসূচি শুরু করেছিলেন মমতা। তারজন্য একটি টোল ফ্রি নম্বরও চালু করেছিলেন তিনি। যে নম্বরে ফোন করে রাজ্যবাসী সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা পৌঁছে দিতে পারতেন। তাতে ফল পেয়েছিলেন অনেকেই। অনেক রাজ্য বাসীর সমস্যার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী। এতে তৃণমূলের ভাবমূর্তি নতুন করে ইতিবাচক দিকে এগোতে শুরু করে। লোকসভা উপনির্বাচনে তার ফলও পেয়েছে তৃণমূল কংগ্রেস।

পুরভোেটর প্রস্তুতি বিজেপি শিবিরে

পুরভোেটর প্রস্তুতি বিজেপি শিবিরে

বিধানসভা ভোটের আগে পুরসভা গুলি দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই কোমর বেঁছে পুরভোটের প্রস্তুতিতে নেমেছে তারা। বিজেপিকে বলো ঘোষণা করা ছাড়াও এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন পুরভোটের জন্য প্রতিটি পুরসভা কেন্দ্রে পৃথক পৃথক ইস্তেহার প্রকাশের কথা ভাবছে বিজেপি। একই সঙ্গে পুরভোটের দায়িত্বে ৫৭ জনের কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মুকুল রায়।

English summary
After TMC's 'Didi Ke Bolo', Now Dilip Ghosh come up with 'BJP Ke Bolo'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X