For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২০১৯ -এ দেখে নেব কার কত কব্জির জোর', পঞ্চায়েত মামলার রায়ের পর তৃণমূলকে তোপ দিলীপের

রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেল সিপিএম , বিজেপি সহ বিরোধী শিবির। শীর্ষ আদালত এদিন স্পষ্ট জানায় যে, নতুন করে কোনও ভোট করা হবে না।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেল সিপিএম , বিজেপি সহ বিরোধী শিবির। শীর্ষ আদালত এদিন স্পষ্ট জানায় যে, নতুন করে কোনও ভোট করা হবে না। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়ী প্রার্থীদের নামও ঘোষণা করা যাবে। এদিকে, পঞ্চায়েত মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়ে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

২০১৯ -এ দেখে নেব কার কত কব্জির জোর, পঞ্চায়েত মামলার রায়ের পর তৃণমূলকে তোপ দিলীপের

দিলীপ ঘোষ এদিন বলেন, 'হিংসা এড়াতেই আলাদত এটা মেনে নিয়েছে।' তাঁর দাবি, রাজ্যসরকার ও রাজ্য নির্বাচন কমিশনের ওপর সুপ্রিমকোর্টের আস্থা না থাকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। এমনই দাবি করেন বিজেপির রাজ্যসভাপতি। এছাড়াও , এই রায় বিরোধী শিবিরকে বাড়তি মাইলেজ দিয়েছে বলেও মেনে নিতে চাইছেন না তিনি। রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ এদিন বলেন, বিরোধীরা ২০১৯ -এর সুষ্ঠু নির্বাচনে জিতে দেখাক আগে। পাশাপাশি তাঁর দাবি, 'রাজনৈতিক পরাজয় আদলতে হয় না, মাঠে হয়। ২০১৯-এ কার কত কব্জির জোর দেখে নেব।'

[আরও পড়ুন: বিরোধী শিবিরে ধাক্কা, পঞ্চায়েত মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় সুপ্রিম কোর্টের][আরও পড়ুন: বিরোধী শিবিরে ধাক্কা, পঞ্চায়েত মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় সুপ্রিম কোর্টের]

উল্লেখ্য,এদিনের রায়ের ফলে মোট যে ২০ হাজার আসনে ভোট হয়নি সেই ৩৪ শতাংশ আসনে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আর নাম প্রকাশ করতে কোনও বাধা রইল না। প্রসঙ্গত, অনলাইনে বা হোয়াটসঅ্যাপে নমিনেশন দেওয়ার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাও এদিন বিবেচনার মধ্যে রাখেনি শীর্ষ আদালত। কারণ পঞ্চায়েত আইনে এমন কোনও নিয়ম নেই বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: ফেস রেকগনিশন বাধ্যতামূলক! আধার প্রমাণীকরণে জুড়ল অতিরিক্ত নিরাপত্তার স্তর ][আরও পড়ুন: ফেস রেকগনিশন বাধ্যতামূলক! আধার প্রমাণীকরণে জুড়ল অতিরিক্ত নিরাপত্তার স্তর ]

[আরও পড়ুন:কেরলে ভয়াবহ বন্যার আসল কারণ এতদিনে সামনে এল, সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য সরকার][আরও পড়ুন:কেরলে ভয়াবহ বন্যার আসল কারণ এতদিনে সামনে এল, সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য সরকার]

English summary
After supreme court's verdict on West Bengal Panchayat Election , Deelip Ghosh reacts .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X