For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার সাইক্লোন ‘আম্ফানে’র পর আসছে মহাপ্রলয় ‘নিসর্গ’, আশঙ্কার প্রহর গোনা শুরু

বছরের প্রথম সাইক্লোন আম্ফান বা আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বিস্তীর্ণ অঞ্চল। বঙ্গোপসাগর দিয়ে এই সুপার সাইক্নোন বয়ে যাওয়ার পরই আরও এক আরও এক মহাপ্রলয় অপেক্ষা করছে।

Google Oneindia Bengali News

বছরের প্রথম সাইক্লোন আম্ফান বা আমফানের (থাইল্যান্ডের স্থানীয় উচ্চারণ উমপুন) তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে দুই ২৪ পরগনা বিধ্বস্ত আম্ফানের তাণ্ডবে। বঙ্গোপসাগর দিয়ে এই সুপার সাইক্নোন বয়ে যাওয়ার পরই আরও এক মহাপ্রলয় অপেক্ষা করছে। তার নাম নিসর্গ।

বঙ্গোপসাগরের তৈরি হওয়া ট্রপিক্যাল সাইক্লোন

বঙ্গোপসাগরের তৈরি হওয়া ট্রপিক্যাল সাইক্লোন

বঙ্গোপসাগরের তৈরি হওয়া ট্রপিক্যাল সাইক্লোনের সাধারণ এক চরিত্র থাকে। এই সাইক্লোন সাধারণ সক্রিয় থাকে ৯ থেকে ১০দিন। তিনটি ধাপে এই সাইক্লোন মহাপ্রলয়ের রূপ নেয়। ঠিক যেমন নিয়েছিল আম্ফান। সমুদ্রস্তরের একটা অংশে তাপের সঞ্চারের ফলে ইমম্যাচিওর্ড, ম্যাচিওর্ড, ডিকে- এই তিন ধাপে সাইক্নোন ভয়ঙ্কর রূপ নেয়।

ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে্র নামকরণ

ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে্র নামকরণ

সেইমতো উত্তর ভারত মহাসাগরের মধ্যে ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে ভারত আবহাওয়া অধিদফতর বা আইএমডি। যে সমস্ত ঘূর্ণিঝড় কমপক্ষে তিন মিনিট বাতাসে স্থায়ী হয় এবং গতিবেগ সর্বনিম্ন ঘন্টা প্রতি ৬৩ কিলোমিটার হয় সেই ঝড়েরই নামকরণ করা হয়।

বাংলার বুকে তাণ্ডব চালিয়েছে পূর্ব-তালিকার শেষ ঝড়

বাংলার বুকে তাণ্ডব চালিয়েছে পূর্ব-তালিকার শেষ ঝড়

কিন্তু আম্ফান যে শক্তি নিয়ে এসেছে বঙ্গের উপকূলে তা সুপার সাইক্লোনে পর্যবসিত হয়েছে। ২০০৪ থেকে ২০২০ পর্যন্ত আটটি দেশ আটটি করে নাম দিয়ে ঝড়ের তালিকা তৈরি করেছিল। সেই নামকরণের তালিকার শেষতম ঝড় এই আম্ফান। সেই ঝড়ই বাংলার বুকে তাণ্ডব চালিয়ে গিয়েছে।

১৩টি দেশ ১৩টি করে নাম দিয়ে তালিকা তৈরি করেছে

১৩টি দেশ ১৩টি করে নাম দিয়ে তালিকা তৈরি করেছে

এবার নতুন তালিকা প্রস্তুত করেছে ১৩টি দেশ। ১৩টি করে নাম দিয়ে তারা ১৬৯টি ঝঢ়ের তালিকা প্রস্তুত করেছে। সেই হিসেবেই পর্যায়ক্রমে নাম পাবে পরবর্তী ঘূর্ণিঝড়গুলি। সেই ক্রমানুসারে সুপার সাইক্লোন আম্ফানের পরে যে সাইক্নোন ধেয়ে আসতে চলেছে, তার নাম নিসর্গ। ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি এবার থেকে ২০২০ সালে প্রকাশিত ১৩ সারি তালিকার নাম ব্যবহার করবে।

নতুন পাঁচ দেশের অন্তর্ভুক্তি নয়া তালিকায়

নতুন পাঁচ দেশের অন্তর্ভুক্তি নয়া তালিকায়

এবার তালিকায় পাঁচটি নতুন দেশের নাম যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে ১৩টি দেশকে সাজালে হয়- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরশাহী ও ইয়েমেন। এই তালিকায় যে পাঁচটি নতুন দেশ এসেছে সেগুলি হল- ইরান, কাতার, সৌদি আরব, আরব আমিরশাহী এবং ইয়েমেন।

যে ১৩টি ঝড় আসছে পর্যায়ক্রমে

যে ১৩টি ঝড় আসছে পর্যায়ক্রমে

নতুন তালিকার ১৩টি দেশ এবার ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে, সেই ১৩টি ঝড় হল পর্যায়ক্রমে- নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস এবং মোচা।

English summary
After Super Cyclone ‘Amphan’ the ‘Niswarga’ is waited in Bay of Bengal. 169 more tropical cyclones is awaited.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X