For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌমিত্রর পর অনুপমও বিজেপির পথে! কোন জল্পনা রাজ্য রাজনীতিতে

এদিন অনুপমের বহিষ্কারের পর সেই জল্পনা উসকে উঠেছে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় পুরভোটে ৮২ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয় পেয়ে পুরসভার মেয়র হিসাবে জায়গা পাকা করে নিয়েছেন ববি হাকিম। তৃণমূলের এত বড় সাফল্যের দিনে পরপর অস্বস্তি বয়ে এল দুপুরের পর। দিল্লি থেকে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আর অন্যদিকে কলকাতায় দলীয় বৈঠক করে তড়িঘড়ি তৃণমূলই বহিষ্কারের পথে হাঁটল বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে। ফলে সবমিলিয়ে একদিনে জোড়া ধাক্কা খেল রাজ্যের শাসক দল।

সৌমিত্রর পর অনুপমও বিজেপির পথে! কোন জল্পনা রাজ্য রাজনীতিতে

সৌমিত্র যেমন বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করে দিয়েছেন। ফলে তা নিয়ে জল্পনার সুযোগ নেই। এদিন অনুপমের বহিষ্কারের পর সেই জল্পনা উসকে উঠেছে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

তৃণমূলের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় এদিন অনুপমের বহিষ্কারের বিষয়টি জানান। বহুদিন ধরেই দলবিরোধী কাজের অভিযোগ উঠছিল। ফেসবুকে তিনি যে ধরনের কাজ করেছেন তা দলের নীতির বিরুদ্ধে ছিল। তা নিয়ে এর আগে শোকজ করে দল। এদিন তাঁকে সরিয়ে দেওয়া হল।

সৌমিত্রর হাত ধরে অনুপমও বিজেপিতে যোগ দিলে সেটা আরও অস্বস্তির হত বিজেপির কাছে। সেটা যাতে না হয় তাই আগেভাগেই অনুপমকে ছেঁটে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস।

অনুপম এর আগে ফেসবুকে নানা দলবিরোধী কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে শোকজও করা হয়। কিছুদিন আগে দল তাকে টিকিট দেবে না ধরে নিয়ে বোলপুর কেন্দ্রে অসিত মাল তৃণমূলের টিকিটে লড়ছেন বলে পোস্ট করে বিতর্ক বাঁধান তিনি। আর সেসমস্ত কারণেই দলের রোষের মুখে পড়তে হল। এখন দেখার তিনি আদৌও বিজেপিতে যোগ দেন কিনা।

English summary
After Soumitra Khan, ex TMC leader Anupam Hazra may join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X