For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা ফেরত দিচ্ছে না এমপিএস, আদালতে যেতে তৈরি আমানতকারীরা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

এমপিএস
কলকাতা, ৪ মে: সারদা গোষ্ঠীর পর এবার আমানতকারীদের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠল এমপিএসের বিরুদ্ধে। বারবার রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

অন্তত কয়েক লক্ষ আমানতকারীর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ হলেও টাকা দিচ্ছে না এমপিএস। ক্ষুব্ধ আমানকারীরা গঠন করেছেন ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও চিঠি লিখে তাঁরা নালিশ জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কিঞ্জল ভট্টাচার্য জানান, এমপিএসের ১৮ লক্ষ আমানতকারী রয়েছে। এদের একটা বড় অংশের অভিযোগ, ২০১৩ সালের এপ্রিলে মেয়াদ শেষ হলেও এখনও একটা টাকাও পাওয়া যায়নি। বহু আমানতকারীর মেয়ের বিয়ের টাকা আটকে গিয়েছে, কেউ চিকিৎসার খরচ জোগাতে পারছেন না। এমপিএস প্রথমে বলেছিল, মাসিক আয় প্রকল্পে (এমআইএস) যাদের মেয়াদ শেষ হয়েছে, তাদের এখনই মূলধন ফেরত দেওয়া হবে না। কিন্তু আট শতাংশ হারে সুদ দেওয়া হবে। তাও এমপিএস দেয়নি বলে অভিযোগ। কিঞ্জলবাবুরা তাই কলকাতা হাই কোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

এমপিএস গোষ্ঠীর কর্ণধার প্রমথনাথ মান্না টাকা ফেরত না দিতে পারার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। কিন্তু এর দায় চাপিয়েছেন রাজ্য সরকারের ঘাড়ে। তিনি বলেছেন, "সারদা কেলেঙ্কারির পর ব্যবসা মন্দা যাচ্ছে। তাই আমরা চেয়েছিলাম, সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা মেটাতে। কিন্তু রাজ্য সরকার তাতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে সমস্যা হচ্ছে। তবে সবার টাকা দিয়ে দেওয়া হবে। আমরা তো আর অফিস বন্ধ করে পালিয়ে যাইনি। আমানতকারীরা চাইলে আমাদের সঙ্গে মুখোমুখি বসে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন।" তিনি আরও বলেন, ২৫০ কোটি টাকা এখনও পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে আমানতকারীদের। ৮০ কোটি টাকা বকেয়া রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সেটাও মিটিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে পৈলান এবং রুফার্স গোষ্ঠীর বিরুদ্ধেও।

English summary
After Saradha, MPS not refunding money, investors to file case in court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X