For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশিরের পর তপন, দলে দুর্নীতি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তৃণমূল
বর্ধমান, ৪ নভেম্বর: সাংসদের পর এ বার বিধায়ক। শিশির অধিকারীর পর এ বার তপন চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে সরাসরি তোলাবাজির অভিযোগ আনলেন দলেরই বিধায়ক। এমনকী, রক্তদান শিবিরের নাম করেও তোলাবাজি চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: টাকা না দিলে কাজ বন্ধ, দলে মাতব্বরি করছে ফড়িংরা, বিস্ফোরণ শিশিরের

পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন। বর্ধমান জেলার মন্তেশ্বরে একটি দলীয় সভায় তিনি বলেছেন, "আমাদের দলের কিছু লোকজন ইটভাটার মালিক, দোকানদার, ব্যবসায়ীদের থেকে টাকা তুলছে। টাকা না পেলে হুমকি দিচ্ছে। জেলা পরিষদের একটি সদস্য নিজে তোলাবাজিতে জড়িত। ওঁকে নিয়ে শুধু সাধারণ মানুষ নন, দলের সৎ কর্মীরাও তিতিবিরক্ত। উনি রক্তদান শিবিরের নাম করেও টাকা তুলেছেন। আমি সব তথ্যপ্রমাণ পার্থবাবু (পার্থ চট্টোপাধ্যায়), সুব্রতবাবু (সুব্রত বক্সি) প্রমুখকে দিয়েছি।"

ক্ষুব্ধ তপনবাবুর আরও বক্তব্য, "অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে আমি জিতে এসেছি। কিছু লোক শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দলে এসেছে। তৃণমূলে থেকে এ সব করা চলবে না।"

শিশির অধিকারী মুখ খুলেছিলেন সংবাদমাধ্যমের কাছে। তার জেরে তাঁকে 'সেন্সর' করা হয়েছে। কিন্তু তপনবাবু দলীয় সভায় এ কথা বললেও তার ভিডিও ফুটেজ পাচার হয়ে গিয়েছে সংবাদমাধ্যমের কাছে। আর তাতেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের।

English summary
After MP Sisir Adhikari, TMC MLA lambasts his own partymen for corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X