For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণ রুখতে মালদহের মতো আরও জেলাতেও কি লকডাউন, নবান্নের নজরে ৪ জেলা

সংক্রমণ রুখতে মালদহের মতো আরও জেলাতেও কি লকডাউন, নবান্নের নজরে ৪ জেলা

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের সব জেলায় নয়, নির্দিষ্ট কয়েকটি জেলায় করোনার সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। যার জেরে মালদহের একটি অংশে বুধবার থেকে ৭ দিনের টোটাল শাটডাউনের কথা জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী নবান্নের নজরে রয়েছে আরও ৪ জেলা। এদিনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

 মালদহের একটি অংশে শাটডাউন

মালদহের একটি অংশে শাটডাউন

বুধবার থেকে একসপ্তাহের ইংরেজ বাজার ও পুরাতন মালদহ শহরে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। জানানো হয়েছে প্রশাসনের তরফে। তালিকা থেকে ওষুধের দোকানকে বাদ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেসরকারি যানবাহনও বন্ধ থাকবে। সরকারি সূত্রে বলা হয়েছে, রাজ্য সরকারের বাসগুলি গৌড়কন্যা টার্মিনাল থেকে ছাড়ার পর দুই শহরের যে কোনও একটিতে দাঁড়াবে। সাইকেল রিক্সা এবং ই-রিক্সাও বন্ধ থাকবে।

যে চার জেলায় দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ

যে চার জেলায় দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ

রাজ্যে কলকাতায় সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। প্রতিদিনই এইসব জেলাগুলিতে সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

 সোমবারের স্বাস্থ্যদফতরের রিপোর্টের নিরিখে অবস্থান

সোমবারের স্বাস্থ্যদফতরের রিপোর্টের নিরিখে অবস্থান

সোমবার স্বাস্থ্য দফতরের রিপোর্টের নিরিখে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৩৮৯, ৩৯৪১, ৩২১৮ ও ১৫৫৩ জন। রোগ মুক্তির সংখ্যা ৪৫৪৬, ২২৯৯, ২২৬৭, ৮৪৬। এখনও পর্যন্ত এই চার জেলায় মৃত্যু হয়েছে ৪২৮, ১২৯, ১০৯ ও ৩২ জনের।

নবান্নে বৈঠক

নবান্নে বৈঠক

এদিন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে যে বৈঠক হবে তাতে উঠে আসতে পারে এই ৪ জেলার করোনা পরিস্থিতির কথা। সেই বৈঠকে মালদহের মতো ৪ জেলাতেও কি আংশিক লকডাউন কিংবা শাটডাউন করা হবে, তা নিয়ে হতে পারে আলোচনা। উঠে আসতে পারে আক্রান্ত, সুস্থ হওয়া এবং মৃত্যুর সংখ্যার মতো বিষয়।

সংক্রমণ রুখতে জেলায় জেলায় ফের টোটাল লকডাউন! আলাদা করে প্রথমে নাম মালদহেরসংক্রমণ রুখতে জেলায় জেলায় ফের টোটাল লকডাউন! আলাদা করে প্রথমে নাম মালদহের

English summary
After Malda, Nabanna is conducting meeting of four districts on total shutdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X