For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার পর করোনা সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে গ্রামীণ বাংলায়! একনজরে ২৩ জেলা

কলকাতার পর করোনা সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে গ্রামীণ বাংলায়! একনজরে ২৩ জেলা

  • |
Google Oneindia Bengali News

কলকাতার পর করোনা সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে গ্রামীণ বাংলায়! কলকাতার সংক্রমণ কমে দেড় হাজারের নিচে নেমে এসেছে বর্তমানে। উত্তর-দক্ষিণবঙ্গের জেলাগুলির করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। কলকাতা শহরতলির জেলাগুলিতেও করোনা সংক্রমণে রাশ টানা সম্ভব হয়েছে। কিন্তু দার্জিলিং ও বীরভূমের সংক্রমণ ভয় ধরাচ্ছে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন দেড় হাজারের নিচে নেমে গিয়েছে। সক্রিয়ের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নিচে। ৪১৩১ জন কমে কলকাতার সক্রিয় সংখ্যা ৩৭৫৬০ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ২১৮৮ জন কমে হয়েছে ২৪৩৯৯। হাওড়ার করোনা সক্রিয় ৭৯৯০। হুগলির করোনা সক্রিয় ৬৮১৬ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৮৪৫৯ হয়েছে। পশ্চিম বর্ধমানের থেকে করোনা সক্রিয় এখন বেশি বীরভূমে। বীরভঊমে করোনা সক্রিয় ৫৯৯১। সর্বনিম্ন ৩৫৭ জন কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯১৫৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৭৫ জন। উত্তর ২৪ পরগনায় ১৩১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন দেড় হাজারের নিচে গেল ফের। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণও কলকাতার সমান প্রায়। শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা কমেছে। তবে সংক্রমণ বেড়েছে বীরভূম, দার্জিলিং-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলায়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৩৮১০৩। এদিন কলকাতায় ১৩৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৪৭৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৫০৮৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৭৫৬০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৫০২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৯৩৭১০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩১৭ জন। মৃত্যু হয়েছে মোট ৫১৪০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৬৪২৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪৩৩৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৫০১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

হাওড়া আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনাকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৬০৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২২৫৭০ জন। হাওড়ায় আক্রান্ত ১২২৭৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। হুগলিতে ৩৪১ জন বেড়ে আক্রান্ত ১০৫০৭০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৫৭ জন, কোচবিহারে ১৯৮ জন, দার্জিলিংয়ে ৫০৪ জন, কালিম্পংয়ে ৫৮ জন, জলপাইগুড়িতে ৩১০ জন, উত্তর দিনাজপুরে ২৭৯ জন, দক্ষিণ দিনাজপুরে ১৯৫ জন, মালদহে ৩৪৯ জন, মুর্শিদাবাদে ৩৩২ জন, নদিয়ায় ৪১৪ জন, বীরভূমে ৭৫০ জন, পুরুলিয়ায় ১৭৪ জন, বাঁকুড়ায় ২৯১ জন, ঝাড়গ্রামে ৮৯ জন, পশ্চিম মেদিনীপুরে ১৭১ জন, পূর্ব মেদিনীপুরে ১৩৫ জন, পূর্ব বর্ধমানে ৪২১ জন, পশ্চিম বর্ধমানে ৩৪৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
After Kolkata Coronavirus daily cases are spreading into districts West Bengal. Only two district’s daily infections are two digits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X