For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবের পরে ধর্ষণ নিয়ে অশালীন মন্তব্য করে বিপাকে জাদুকর পি সি সরকার

Google Oneindia Bengali News

দেবের পরে ধর্ষণ নিয়ে অশালীন মন্তব্য করে বিপাকে জাদুকর পি সি সরকার
কলকাতা, ৩১ মার্চ : তৃণমূলের প্রার্থী অভিনেতা দেবের পরে এবার বিজেপির প্রার্থী জাদুকর পি সি সরকার ধর্ষণ সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ালেন। এই মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের তরফে শো কজ করা হয়েছে বিজেপির এই তারকা প্রার্থীকে।

বারাসতের তারকা প্রার্থী পি সি সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাসতের তৃণমূলের বর্তমান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। তৃণমূলের তরফে কাকলি ঘোষদস্তিদার প্রসাশন ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের তরফে পি সি সরকারের বিস্তারিত মন্তব্য চেয়ে পাঠানো হয়েছে। শনিবার এই শো কজ নোটিশকে পি সি সরকারের কাছে পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীর জবাব চেয়েছে কমিশন।

একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় শাসক দলের প্রার্থীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, রাজ্যে যারা ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে রাজ্য তাদের দুষ্টু ছেলে বলছে। যদি ওনাকে (মুখ্যমন্ত্রী)ধর্ষণ করা হতো তবে উনি কী বলতেন? ওনাদের (মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদ)ধর্ষণ করা না হলে টনক নড়বে না। উল্লেখ্য পার্খ স্ট্রিট ধর্ষণ কান্ডে ধর্ষিত মহিলা চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক দল। মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার মন্তব্য করেছিলেন, খদ্দেরের সঙ্গে বনিবনা নিয়ে ঝগড়া ওটা ধর্ষণ ছিল না। তারই প্রেক্ষিতে এদিন পি সি সরকার এই মন্তব্য করেন।

'যারা ধর্ষণ করছে সরকার তাদের দুষ্টু ছেলে বলছে, ওনাদের ধর্ষণ করা হলে কী বলতেন'

বিজেপি প্রার্থীর এই মন্তব্যের ফলে সুড় চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। কাকলির নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের পর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা। মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য অত্যন্ত আপত্তিজনক। সরকারকে গ্রেফতারের দাবী জানিয়েছেন মন্ত্রী। বারাসতের স্থানীয় বাসিন্দাদের কাছে এ বিষয়ে সরকারের ক্ষমাপ্রার্থনাও দাবি করেছে শাসকদল।

কিছুদিন আগে একটি ট্যাবলয়েডে সাক্ষাৎকার দেওয়ার সময় তৃণমূল প্রার্থী দেব বলেছিলেন, ভোটের জন্য মিডিয়ার নজর তাঁর উপরে আরও পড়েছে। সেই কারণেই তার নিজেকে ধর্ষিত মনে হচ্ছে। এই সময় নয় একমাত্র কেউ চেচাঁতে পারে বা ধর্ষণ উপভোগ করতে পারে বলে মন্তব্য করেছিলেন দেব। পরে যদিও মাইক্রোব্লগিং সাইচে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাতে বরফ গলেনি। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে দেবকে শো-কজ করে নির্বাচন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এর ফলে ৩ বছরের জেলও হতে পারে অভিনেতার।

পি সি সরকারেরও পরিস্থিতি অনেকটা একইরকম। যদিও শো-কজ নোটিশ পাওয়ার পর এখনও পর্যন্ত এবিষয়ে কোনও রকমের ক্ষমা চাননি জাদুকর। উল্টে বলেছেন,অন্যায় করলে কোনও দোষ নেই, বললেই যদি দোষ হয় তবে, মুখ খুলবো না।

English summary
After Dev, rape barb lands PC Sorcar in trouble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X