For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জবানবন্দির পর ট্রানজিট রিমান্ড মঞ্জুর, এবার বাবা-মা খুনে উদয়নকে জেরা করবে রায়পুর পুলিশ

সিরিয়াল কিলার উদয়ন দাসের বাঁকুড়া সফর শেষ। এবার গন্তব্য রায়পুর। রায়পুর পুলিশ ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাচ্ছে নিজেদের হেফাজতে।

  • |
Google Oneindia Bengali News

বাঁকুড়া, ১৬ ফেব্রুয়ারি : সিরিয়াল কিলার উদয়ন দাসের বাঁকুড়া সফর শেষ। এবার গন্তব্য রায়পুর। রায়পুর পুলিশ ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাচ্ছে নিজেদের হেফাজতে। প্রেমিকা আকাঙ্ক্ষা শর্মা হত্যার তদন্তে জেরা থেকে আপাত মুক্ত হওয়ার পর এবার বাবা-মা খুনে পুলিশি জেরার মুখে পড়তে চলেছে উদয়ন।[জনসেবা করতে চায় উদয়ন, আকাঙ্ক্ষার নামে ট্রাস্ট গঠনের আর্জি!]

বৃহস্পতিবার বাঁকু়ড়া আদালতের থার্ড আদালতের বিচারক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি দেয় উদয়ন। তারপরই রায়পুর পুলিশের করা ট্রানজিট রিমান্ডের আবেদনের শুনানি হয়। রায়পুর পুলিশশের আবেদন মঞ্জুর করে উদয়নকে ট্রানজিট রিমান্ডে রায়পুর নিয়ে যাওয়ার অনুমতি দেয় বাঁকুড়া আদালত।[আকাঙ্ক্ষা হত্যাকাণ্ড : একাধিক বিয়ে উদয়নের?]

জবানবন্দির পর ট্রাজিট রিমান্ড মঞ্জুর, এবার বাবা-মা খুনে উদয়নকে জেরা করবে রায়পুর পুলিশ

আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে পুলিশি জালে ধরা পড়ার পর উদয়ন নিজেই স্বীকার করেছিল, সে ২০১০ সালে খুন করেছে বাবা ও মাকে। রায়পুরের বাড়িতে তাদের দেহ পোতা রয়েছে। সেইমতো রায়পুর পুলিশ উদয়নদের রায়পুরের বাড়িতে তল্লাশিতে নেমে হাড়গোড় উদ্ধার করে। এই সংক্রান্ত প্রমাণাদি যা আকাঙ্ক্ষা তদন্তে নেমে পেয়েছিল বাঁকুড়া পুলিশ, সেইসব রায়পুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।[একাধিক কলগার্লের সঙ্গে সম্পর্ক উদয়নের]

রায়পুর পুলিশ উদয়নকে হেফাজতে নিতে মঙ্গলবারই বাঁকুড়া এসে পৌঁছয়। তার গোপন জবানবন্দির জন্যই একদিন পিছিয়ে যায় ট্রানজিট রিমান্ডের শুনানি। বৃহস্পতিবার বাঁকুড়া পুলিশের আবেদন মেনে উদয়নের গোপন জবানবন্দি নেওয়ার পরই ট্রানজিট রিমান্ডে রায়পুর পুলিশের হাতে তুলে দেওয়া হয় উদয়নকে।[উদয়নের ফ্ল্যাটের দেওয়ালে লাল-নীল কালিতে লেখাগুলি কার?]

English summary
After deposition Court granted transit remand of serial killer Udayan Das, Raipur police will prosecute him in parents murder case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X