For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনর্নির্বাচনের পরও পুনর্নির্বাচন! আজ ফের ভোটগ্রহণ দুই বুথে, রঘুনাথপুরে ফের গণনা

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা তথা গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে দুষ্কৃতীদের ছিনিমিন খেলার বিভিন্ন নজির সামনে আসার পর বহু বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা তথা গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে দুষ্কৃতীদের ছিনিমিন খেলার বিভিন্ন নজির সামনে আসার পর বহু বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই অশান্তি ঠেকানো যায়নি পুনর্নির্বাচন কিংবা নির্বাচনের গণনার দিন। আর সেজন্য নজিরবিহীনভাবে পুনর্নির্বাচনের পরে , গণনার দিনের পরেও কমিশনের নির্দেশে ফের একবার ভোটগ্রহণ চলছে জলপাইগুড়ির দুটি বুথে।

পুনর্নির্বাচনের পরও পুনর্নির্বাচন! আজ ফের ভোটগ্রহণ দুই বুথে, রঘুনাথপুরে ফের গণনা

জলপাইগুড়ির রাজগঞ্জের ১৮৯(১) ও ১৮৯(২) বুথে আজ ভোটগ্রহণ চলছে। সোমবার ঘোষণা হবে ফলাফল। ভোটের দিন এই বুথগুলি নিয়ে সেভাবে অভিযোগ ওঠেনি। শুক্রবার ছিল পঞ্চায়েত ভোটের গণনা। সেই গণনা চলাকালীন এই দুই বুথের ব্যালট ছিনতাই-এর অভিযোগ ওঠে। যার জেরে ওই দুই বুথের ভোট গননা বন্ধ করে দিতে হয়। শাসক দল তৃণমূলের এক স্থানীয় নেতা ও তাঁর অনুগামীরা এই কাজে যুক্ত বলে দাবি বিরোধীদের। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পেশ করা জেলা শাসকের প্রতিবেদনেও ওই ব্যালট ছিনতাইয়ের কথা ছিল।

এদিকে, পুরুলিয়ার রঘুনাথপুরের ব্লকের ৩৮ নম্বর আসনে আজ পনর্গণনার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বিজেপি প্রার্থী জিতে যাওয়ার পর তাঁকে শংসাপত্রও দেওয়া হয়। এরপরই পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ফের ভোটগণার। এই আসনে সকাল ১০ টা থেকে গণনার সময় ধার্য করা হয়েছে গতকালই। বিজেপির অভিযোগ এই কেন্দ্রে তৃণমূলকে জেতাতেই এমন উদ্যোগ প্রশাসনের।

English summary
after counting day violence Re Election for two booths in west Bengal Panchayat Poll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X