For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি, না একা লড়াই? কোন ইঙ্গিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর

পুর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি, না একা লড়াই? কোন ইঙ্গিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হলেও, উপনির্বাচনে আশার আলো দেখছে রাজ্যের বামেরা (Left)। সেই পরিস্থিতিতে পুর নির্বাচনে কংগ্রেসের (congress) সঙ্গে জোট না করা নিয়ে বামেদের অনেকেই মত প্রকাশ করেছেন। এব্যাপারে বামফ্রন্ট (left front) চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বলেছেন, বামফ্রন্টে আলোচনার পরেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সমঝোতা প্রায় ৯০ শতাংশ চূড়ান্ত হয়েছিল

সমঝোতা প্রায় ৯০ শতাংশ চূড়ান্ত হয়েছিল

২০২০-তে রাজ্যে পুর নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছিল। সেই সময় রাজ্য বামফ্রন্টের তরফে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছিল। তবে বামেদের তরফে একে জোট নয়, আসন সমঝোতাই বলা হয়েছিল। সূত্রের খবর, সেই সময় প্রায় ৯০ শতাংশ আসনে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় পুরভোট না হওয়ায় আলোচনা আলোচনাতেই থেকে গিয়েছে।

ভোট শেষ, জোট শেষ বলেছিলেন সীতারাম

ভোট শেষ, জোট শেষ বলেছিলেন সীতারাম

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ছাড়াও আইএসএফ-এর সঙ্গে জোট হয়েছিল বামেদের। অধীর চৌধুরী বলেছিলেন, তারা আইএসএফ-এর সঙ্গে জোট করেননি। করেছিলেন সিপিএম-এর সঙ্গে। যদিও ভোটের পরে গত সেপ্টেম্বরে সিপিএম সাধারণ সম্পাদক সীতারম ইয়েচুরি বলেছিলেন, ভোট শেষ হওয়ায় জোটও শেষ হয়ে গিয়েছে। এব্যাপারে তিনি বলেছিলেন, ইন্দিরা গান্ধীকে হারাতে জনতা পার্টি তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধী হারার পরেই জনতা পার্টিও শেষ।

 স্থানীয় স্তরে সিদ্ধান্ত, মত কংগ্রেসের

স্থানীয় স্তরে সিদ্ধান্ত, মত কংগ্রেসের

ভবিষ্যতে সমঝোতা কিংবা জোট যাই হোক না কেন, তা স্থানীয় স্তরের নেতাদের মতামতের প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছিলেন, সিপিএম জোট ছাড়তে পারে, তারা তো জোট ছাড়েননি। রাজ্যসভার কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, পুরসভার ভোট আঞ্চলিক বিষয়। এব্যাপারে বাম হোক কিংবা অন্য কোনও দল, বিষয়টি স্থানীয় স্তরেই ছেড়ে দিতে চান তারা। তিনি বলেছেন, স্থানীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পাশে দাঁড়াবে প্রদেশ কংগ্রেস।

বামফ্রন্টে নতুন করে আলোচনার পরেই সিদ্ধান্ত

বামফ্রন্টে নতুন করে আলোচনার পরেই সিদ্ধান্ত

উপনির্বাচনের ফলাফলে তিন আসনে জমানত জব্দ হলেও শান্তিপুরের ফলাফলে আশা দেখথে বামফ্রন্ট। কেননা বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ছাড়া আসন শান্তিপুরে সিপিএম প্রার্থী দাঁড় করিয়ে ২০ শতাংশের মতো ভোট পেয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক বাম নেতাই বলছেন, পুরসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট কিংবা সমঝোতা কোনওটাই নয়। একাই লড়াই করুক বামফ্রন্ট। জোট-সমঝোতা নিয়ে বামফ্রন্টের অন্দরে নতুন করে আলোচনার দাবি করেছে শরিকরা। এদিন সেব্যাপারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী সপ্তাহে বামফ্রন্টে এব্যাপারে আলোচনা করা হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As municipal elections are going to be held in December 2021 and January 2022, Left front Chairman says After conversation in left front there will be a decision on left-congress alliance in municipal election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X