মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপের পরই কিছুটা কমল সবজি-মাছের দাম
একদিকে অসময়ে অতিরিক্ত বৃষ্টি তারওপর শীতের শুরুতেই বুলবুলের দাপটের নষ্ট হয়ে গিয়েছে মরসুমের বিপুল পরিমাণ সবজি - ফসল। ফলে একদিকে যেমন মাথায় হাত চাষীদের অন্যদিকে বিপুল পরিমাণ সবজি অনাজের দাম বাড়ায় কপালে চিন্তার মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের। সেই সবজির দামে রাশ টানতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজার দর নিয়ন্ত্রণে ফাটকা বাজারী ও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বাজারে বাজারে নজরদারি চালানোর জন্য টাস্কফোর্স নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পর শহরের বিভিন্ন বাজারগুলিতে টাস্কফোর্সের নজরদারি জিরে অনেকটাই নিম্নমুখী হল বাজার।
এদিন বাজার ঘুরে টাস্কফোর্সের কর্তারা জানান, টানা অভিযানে সব্জির দাম অনেকটাই কম। দাম নিয়ন্ত্রনে নিতে এখন লাগাতার বাজারে হানা দেবে টাস্কফোর্স। শুধমাত্র কলকাতা শহর নয়, শহরের পাশাপাশি গ্রামেও টাস্কফোর্সের হানা চলবে। বিশেষ করে গ্রামের সব্জির পাইকারি বাজারে এই হানা চলছে। সেখানে টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ অভিযান চালাচ্ছে বলে জানান টাস্কফোর্সের কর্তারা।
টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, সব্জির কালোবাজারি আটকাতে আমরা প্রতিদিন বাজারে হানা দিচ্ছি। তার সুফল কিছুটা পাওয়া গেছে বলে দাবি তাঁর।
সব্জি বাজার
জ্যোতি আলু- ১৭-১৮ টাকা প্রতিকিলো, পিঁয়াজ- ৫৫-৬৫ টাকা প্রতিকিলো, আদা- ১৭০-২০০ টাকা প্রতিকিলো,নতুন আদা - ১০০-১২০ টাকা প্রতিকিলো, পটল- ৪০-৪৪ টাকা প্রতিকিলো, ঢ্যাঁড়শ- ৫৬-৬০ টাকা প্রতিকিলো, কুমড়ো- ১২-১৪ টাকা প্রতিকিলো, উচ্ছে- ৫০-৬০ টাকা প্রতিকিলো, ঝিঙে- ৪০-৫০ টাকা প্রতিকিলো, বেগুন - ৩০-৪০ টাকা প্রতিকিলো, টমেটো- ২৮-৩০ টাকা প্রতিকিলো, লঙ্কা- ২৬-৪০ টাকা প্রতিকিলো, বিট- ৩০ -৪০ টাকা প্রতিকিলো, গাজর- ৪০ -৪৪ টাকা প্রতিকিলো, বাধা কপি- ২৮- ৩০ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১০- ২২ টাকা,বরবটি - ৬০ -৭০ টাকা প্রতিকিলো, করলা- ৫০-৬০ প্রতিকিলো, লাউ - ১২ -১৪ টাকা প্রতিকিলো৷ পেপে - ১২-১৪ টাকা প্রতিকিলো, সিম- ৩৬-৪০ টাকা প্রতিকিলো৷
খোলা বাজার
জ্যোতি আলু- ২২-২৪ টাকা প্রতিকিলো,নতুন আলু - ৪০ টাকা প্রতিকিলো, পেয়াজ- ৭০-৮০ প্রতিকিলো,আদা - ১০০ প্রতিকিলো,কুমড়ো- ২৫-৩০ টাকা প্রতিকিলো,ফুল কপি প্রতি পিস ২০- ৩০ টাকা
মাছ বাজার
ভেটকি - ৫৫০-৬০০ টাকা,গলদা চিংড়ি - ৬০০-৭০০ টাকা,বাগদা - ৮০০ টাকা,তোপসে - ৬০০ টাকা,পমফ্রেট - ৭০০ টাকা,চিতল - ৯০০ টাকা,পাবদা -৬০০-৭০০টাকা, ট্যাংরা - ৬৫০-৭০০ টাকা,পার্শে - ৫০০টাকা
তবে এবারের শীতের মরসুমে সবজির দাম কমা নিয়ে সন্দেহ প্রকাশ করেন টাস্কফোর্সের আরেক কর্তা। তিনি বলেন, গ্রামে সব্জির চাষ এবার অনেকটাই কম। তার উপরে বুলবুলের জন্য শীতের সব্জি চাষে অনেকটাই ক্ষতি হয়েছে। যার ফলে কলকাতা শহরে সব্জির আমদানি অনেকটাই কম। সেইজন্য আরও কিছুদিন সব্জির দাম একটু বেশি থাকবে।