For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনির পর সোমা, ইডির নির্দেশ মেনে কুন্তলের দেওয়া ৫০ লক্ষ টাকা ফেরালেন বিউটি পার্লারের মালকিন

Google Oneindia Bengali News

নিয়োগ দুর্নীতি মামলায় বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর বিরুদ্ধে কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া ৫০ লক্ষ টাকা ইডিকে ফিরিয়ে দিলেন সোমা চক্রবর্তী। তদন্তকারীদের দাবি নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই ৫০ লক্ষ টাকা সোমা চক্রবর্তীকে দিয়েছিলেন কুন্তল ঘোষ।

টাকা ফেরালেন সোমা চক্রবর্তী

টাকা ফেরালেন সোমা চক্রবর্তী

কুন্তল ঘোষ ৫০ লক্ষ টাকা তাঁকে দিয়েছিলেন। যে অ্যাকাউন্ট থেকে কুন্তল ঘোষ তাঁকে টাকা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই টাকা ফিরিয়ে দিলেন সোমা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে দক্ষিণ কলকাতার এই পার্লারের মালকিনকে টাকা দিয়েছিলেন কুন্তল। যদিও সোমা চক্রবর্তী ইডির জেরায় দাবি করেছেন তিনি জানতেন না কুন্তলের পেশা কি তিনি কোথা থেকে টাকা দিচ্ছেন। তার ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছিলেন বলেই তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন বলে দাবি করেছেন সোমা।

টাকা ফেরালেন বনি

টাকা ফেরালেন বনি

শুধু সোমা চক্রবর্তী নন টাকা ফিরিয়ে দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তও। বনি সেনগুপ্ত কুন্তল ঘোষের একাধিক ইভেন্টে কাজ করেছেন। সেই সুবাদেই কুন্তলের কাছ থেকে টাকা নিয়েছিলেন। ইডির জেরায় এমনই দাবি করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত। সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। সেই মত কুন্তল ঘোষের দেওয়া ৪০ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন বনি সেনগুপ্ত। ডিমান্ড ড্রাফটের মাধ্য কুন্তলের যে অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে টাকা গিয়েছিল সেই অ্যাকাউন্টেই টাকা ফিরিয়ে দিয়েছেন অভিনেতা বনি।

কুন্তলের অ্যাকাউন্ট ফ্রিজ

কুন্তলের অ্যাকাউন্ট ফ্রিজ

ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে কুন্তল ঘোষের ১০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই অ্যাকাউন্টে কোটি টাকা রয়েছে বলে দাবি করা হয়েছে ইডির পক্ষ থেকে। গতকাল কুন্তল ঘোষের স্ত্রীকে তলব করে জেরা করেছে ইডি। কুন্তল ঘোষের স্ত্রী বেসরকারি স্কুল চালান। তদন্তকারীদের অনুমান এই বেসরকারি স্কুলেও নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কুন্তল ঘোষই নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড। ২ জনকে মুখোমুখি বসিয়ে একাধিকবার জেরা করেছে ইডি।

শান্তনুর ১৫টি অ্যাকাউন্ট ফ্রিজ

শান্তনুর ১৫টি অ্যাকাউন্ট ফ্রিজ

শুধু কুন্তল ঘোষ নয় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২৫টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। সাধারণ বিদ্যুৎ সংস্থার কর্মী হুগলিতে দাপিয়ে বেড়াতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। শান্তনুর স্ত্রীর খোঁজ চালাচ্ছে ইডি। শান্তনুর স্ত্রীর কাছেই বিপুল সম্পত্তি রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। বলাগড়ের তৃণমূল নেতার আচরণ অনেকটা অনুব্রত মণ্ডলের মতই ছিল বলে দাবি করেছেন সেখানকার বাসিন্দারাই।

কংগ্রেসকে বাদ দিয়েই কি নতুন জোট? অখিলেশের সঙ্গে বৈঠকের পরেই নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক মমতারকংগ্রেসকে বাদ দিয়েই কি নতুন জোট? অখিলেশের সঙ্গে বৈঠকের পরেই নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক মমতার

English summary
Soma Chakraboty return Kuntal Ghosh Money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X