For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক ছিল না প্রশাসন' : ঘাটালে 'দেব বাণী'

  • |
Google Oneindia Bengali News

ঘাটাল, ৩ অগাস্ট : সারা রাজ্য বন্যার কবলে বিপর্যস্ত। ভারী বর্ষণের পাশাপাশি খাল সংস্কারে সরকারি ব্যর্থতা ও ডিভিসির জল ছাড়ার কারণে সারা রাজ্যের বহু জেলা বন্যায় প্লাবিত। [ (ছবি) বন্যায় প্রায় পঙ্গু বাংলা, নবান্ন থেকে রাতভর নজরদারি চালালেন মমতা!]

এমন ঘটনায় সরকারি দূরদৃষ্টির অভাবকে দায়ী করছেন বিরোধী দল সাধারণ মানুষ। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিড়ম্বনা আরও যেন বাড়িয়ে তুললেন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূলের সাংসদ দেব।

'বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক ছিল না প্রশাসন', মত দেবের


ঘাটালে বন্যা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে। এখানে লক্ষাধিক মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। গতকাল পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন।

এদিন একইভাবে ঘাটালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেখানকার সাংসদ দেব বন্যা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানালেও একইসঙ্গে জানিয়ে দেন, বন্যা পরিস্থিতি নিয়ে সরকার তৈরি ছিল না। আর এখানেই প্রশ্ন উঠছে, যেখানা বারবার করে আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তখন কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের শিলাবতী ও রূপনারায়ণ নদী বিপদসীমার উপরে বইছে। ডিভিসি ফের জল ছাড়ায় ঘাটালের বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। এরপরে দেবের মন্তব্যের কী প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার।

English summary
Administration was not properly ready to deal with flood situation : Dev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X