For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী মমতার 'না'র পরেও উত্তরবঙ্গের শহরে শুরু রাতের লকডাউন, বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রী মমতার 'না'র পরেও উত্তরবঙ্গের শহরে শুরু রাতের লকডাউন, বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বলেছিলেন, এখনই লকডাউন হচ্ছে না। তারপরের দিন পরিস্থিতি পর্যালোচনা করে ডুয়ার্সের (dooars) মালবাজারে (malbazar) শুরু হয়ে গেল রাতের লকডাউন (lockdown)। এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য জানানো হয়েছে প্রশাসনের তরফে।

 মালবাজার-সহ গোটা জলপাইগুড়িতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

মালবাজার-সহ গোটা জলপাইগুড়িতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

মালবাজার-সহ গোটা জলপাইগুড়িতেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫, ৮৪৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৫২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৩ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এখনও পর্যন্ত ওই জেলায় মৃতের সংখ্যা ১৬৮ জন।

মালবাজার দিয়েই রাতের লকডাউন শুরু

মালবাজার দিয়েই রাতের লকডাউন শুরু

জলপাইগুড়ি জেলার মধ্যে মালবাজারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ফলে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। প্রসঙ্গত মাল মহকুমার মালবাজারে যেমন পুরসভা রয়েছে, তা মাল বিধানসভার অন্তর্গত। আর এই বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত। মঙ্গলবার পুলিশপ্রশাসনের সঙ্গে বৈঠকের পরেই পুর কর্তৃপক্ষ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাড় জরুরি পরিষেবায়

ছাড় জরুরি পরিষেবায়

সরকারি নির্দেশ নামায় বলা হয়েছে, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই রাতের লকডাউন জারি থাকবে। সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত লকডাউন জারি থাকবে। জরুরি পরিষেবা ছাড়া কোনও দোকান খোলা যাবে নায বিনা কারণে বাইরে বেরনো কিংবা রাস্তায় যেকোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

রাতের লকডাউন নিয়ে মালবাজারের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এলাকায় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যু ঘটনা সামনে আসছে, তাতে বাসিন্দারা আতঙ্কিত বলেই মত প্রকাশ করেছেন। বলা যেতে পারে জেলায় ভোট পর্ব মিটতেই করোনা নিয়ে বিধি নিষেধ জারি করতে তৎপর হয়েছে জেলা প্রশাসন।

লকডাউন করছি না, বলেছিলেন মুখ্যমন্ত্রী

লকডাউন করছি না, বলেছিলেন মুখ্যমন্ত্রী

সোমবারই মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, লকডাউন করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে, সব কমে যাবে? তিনি আরও বলেছিলেন, এখনই লকডাউন করা হচ্ছে না। লকডাউন করলে লোকের কষ্ট হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আতঙ্কের কারণ নেই বলেও আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

বাড়ছে করোনার দাপট, নেল্লাইয়ের ইসরো ইউনিটের ৪০ জন কর্মী কোভিডে আক্রান্তবাড়ছে করোনার দাপট, নেল্লাইয়ের ইসরো ইউনিটের ৪০ জন কর্মী কোভিডে আক্রান্ত

English summary
Administration imposes night lockdown in Malbazar in Jalpaiguri due to surge of Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X